পাকিস্তান এখন খোলা মাঠ ! প্রতিবেশী দেশের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দিল ভারতীয় সেনা

By Bangla News Dunia Dinesh

Published on:

missile

Bangla News Dunia, Pallab : এক রাতের মধ্যেই ধ্বংস করা হল পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম, বুধবার দুপুরে এই মর্মে বিবৃতি দিল কেন্দ্রীয় সরকার। এয়ার ডিফেন্স সিস্টেম (Lahore air defence) ধ্বংস হতেই কার্যত দিশেহারা পাকিস্তান (Pakistan)।

আরো পড়ুন : তীব্র তাপপ্রবাহ, পারদ চড়বে ৪০ ডিগ্রিতে, কোন কোন জেলায় হলুদ সতর্কতা ? জানুন

এদিন কেন্দ্রীয় সরকার বিবৃতি জারি করে জানায়, গতকাল রাতে জম্মু-কাশ্মীরের শ্রীনগর, পাঠানকোট ছাড়া পঞ্জাবের অমৃতসর, লুধিয়ানা, চণ্ডীগড় সহ একাধিক জায়গায় ড্রোন হামলা করার চেষ্টা করেছিল পাকিস্তান। কিন্তু এয়ার ডিফেন্স সিস্টেমের দ্বারা নষ্ট করা হয় ড্রোনগুলি। এই হামলার ফলস্বরূপ পালটা হামলা চালিয়ে পাকিস্তানের লাহোর সহ একাধিক শহরে এইচকিউ-৯ মিসাইল ডিফেন্স সিস্টেম ইউনিট ধ্বংস করল ভারত। এই এয়ার সিস্টেমটি তৈরি করেছিল চিন। অন্যদিকে, এই অপারেশনের জন্য ভারত ব্যবহার করেছে ইজরায়েল তৈরি ‘হারপি’ ড্রোন।

অন্যদিকে, এদিন সকালে পঞ্জাবের অমৃতসরের মাখান উইন্ডি গ্রাম থেকে মিসাইলের অংশ উদ্ধার হয়েছে।  স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত ১টা নাগাদ কমপক্ষে ৫ বার বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এদিকে পাকিস্তানকে প্রত্যাঘাতের পর কাশ্মীর সীমান্তে হামলার পরিমাণ আরও বাড়িয়েছে পাক সেনা। তবে ভারতীয় সেনার তরফে সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে কঠোর নিরাপত্তা। এদিন কেন্দ্রীয় সরকারের বিবৃতি থেকে স্পষ্ট, ভারত ছেড়ে কথা বলবে না।

পহেলগাঁওয়ে জঙ্গিহানায় হানায় ২৬ জনের মৃত্যুর পরে জঙ্গিদের জবাব দিতে মঙ্গলবার রাতে ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) অভিযান চালায় ভারত। মাত্র ২৫ মিনিট অভিযানে পাকিস্তানের মূল ভূখণ্ডে মোট ৯টি জঙ্গি শিবির গুঁড়িয়ে দিয়েছে ভারত। সেগুলির মধ্যে রয়েছে বাহাওয়ালপুরে জইশ-ই-মহম্মদের মূল ঘাঁটি এবং মুরিদকে-তে লশকর-এ-তয়বায় মূল ঘাঁটি। জইশের মূল ঘাঁটিতে হামলায় প্রাণ হারিয়েছে সেই জঙ্গি গোষ্ঠীর প্রধান মাসুদ আজ়হারের পরিবারের দশ জন, যাদের মধ্যে রয়েছে তার ভাই, বোন ও ভাইপো। সব মিলিয়ে কমপক্ষে ৭০ জন জঙ্গির প্রাণহানির খবর মিলেছে।

আরো পড়ুন : মাধ্যমিক পরীক্ষা ২০২৬ দিনক্ষণ ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ, জেনে নিন পরীক্ষার দিনক্ষণ

আরও পড়ুন : পাকিস্তানের উপর ‘ডিজিটাল স্ট্রাইক’ জারি রেখেছে ভারত !

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন