‘পাকিস্তান ভীত কুকুরের মতো লেজ তুলে পালিয়েছে’, মন্তব্য প্রাক্তন মার্কিন কর্মকর্তার

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ :- ‘পাকিস্তান ভীত কুকুরের মতো লেজ তুলে পালিয়েছে’, এমনই মন্তব্য করলেন প্রাক্তন মার্কিন কর্মকর্তা মাইকেল রুবিন। তিনি বলেছেন, ‘এই সংঘাতে ভারত কূটনৈতিক এবং সামরিক – দু’দিক থেকেই জয়লাভ করেছে। অন্যদিকে, খুবই বাজেভাবে হেরেছে পাক সেনা। বাস্তবটা তারা অস্বীকার করতে পারে না।’

আরও পড়ুন:- নির্বিচারে কেটে ফেলা হচ্ছে ২৮ লক্ষ নারকেল গাছ, কারণ জানলে অবাক হয়ে যাবেন

পহলগামে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর পর ভারত ‘অপারেশন সিঁদুর’ শুরু করে। প্রত্যাঘাতে পাকিস্তানের পঞ্জাব ও পাক অধিকৃত কাশ্মীরে জইশ-ই-মহম্মদ, লস্কর-ই-তৈবার মোট ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। মৃত্যু হয়েছে প্রায় ১০০ জঙ্গির। নিশানা করা হয়েছে পাক এয়ারবেসকেও। একই সঙ্গে এস-৪০০, আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে ভারত পাকিস্তানের ক্ষেপণাস্ত্র, আত্মঘাতী ড্রোন হামলা প্রতিহত করেছে সফলভাবে। শাহবাজ শরিফের সরকার ভারতের যুদ্ধবিমান গুলি করে নামানোর দাবি করলেও তার স্বপক্ষে কোনও এখনও প্রমাণ দেখাতে পারেনি। উলটে প্রত্যাঘাতে পাকিস্তানে ক্ষয়ক্ষতির ছবি ধীরে ধীরে প্রকাশ্যে আসছে।

আরও পড়ুন:- বিষাক্ত ভেজাল নুন খাচ্ছেন না তো? এই ভাবে জল দিয়ে পরীক্ষা করে নিতে পারে

পেন্টাগনের প্রাক্তন কর্তা তথা বর্তমানে আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সিনিয়র ফেলো মাইকেল রুবিন একটি সাক্ষাৎকারে বলেছেন, ‘ভারত জঙ্গিঘাঁটিগুলিতে নির্ভুলভাবে আঘাত হানার পাশাপাশি পাকিস্তানের বিমানঘাঁটিগুলিকেও নিশানা করেছিল। তারপরই পাকিস্তান ভীত কুকুরের মতো লেজ তুলে পালিয়েছে। দ্রুত সংঘর্ষ বিরতিতে যাওয়ার চেষ্টা করছিল তারা।’ একই সঙ্গে তাঁর তোপ, ‘পাক সেনার আধিকারিকরা জঙ্গিদের শেষকৃত্যে অংশ নিয়েছিল। তাদের একসঙ্গে দেখে কে জঙ্গি, আর কে আইএসআই বা পাকিস্তানি সশস্ত্র বাহিনীর সদস্য- তা বোঝার উপায় নেই।’

আরও পড়ুন:- কর্নেল কুরেশিকে ‘জঙ্গিদের বোন’ তকমা বিজেপি নেতার, জানতে বিস্তারিত পড়ুন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন