Bangla News Dunia, Pallab : পহেলগাঁও হামলার জবাবে পাকিস্তানে কড়া প্রত্যাঘাত করেছে ভারত। মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে মিসাইল হামলা চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ৯টি জঙ্গিঘাঁটি। ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর জেরে নাজেহাল অবস্থা পাকিস্তানের। এই পরিস্থিতিতেই এবার বালোচিস্তানে (Balochistan) পাক সেনার উপর জোড়া হামলা চালাল বালোচিস্তান লিবারেশন আর্মি (BLA)। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ১৪ জন পাক সেনা জওয়ানের। তাহলে কি পাকিস্তান ভেঙে জন্ম নেবে স্বাধীন বালোচিস্তান ?
আরো পড়ুন : তীব্র তাপপ্রবাহ, পারদ চড়বে ৪০ ডিগ্রিতে, কোন কোন জেলায় হলুদ সতর্কতা ? জানুন
সূত্রের খবর, বুধবার প্রথমে বোলানের শোরকান্ডে পাক সেনার কনভয় (Pakistan Military Convoy) লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ ঘটায় বিএলএ-র স্পেশাল ট্যাকটিকাল অপারেশনস স্কোয়াড (STOS)। এই ঘটনায় প্রাণ হারান ১২ জন পাক সেনা। মৃতদের মধ্যে পাক সেনার স্পেশাল অপারেশনস কমান্ডার তারিক ইমরান এবং সুবেদার উমর ফারুকও রয়েছেন। দেখা যাচ্ছে, পাহাড়ি রাস্তায় চলতে চলতে বিস্ফোরণে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেল পাক সেনার গাড়িটি। অন্যদিকে, বুধবার দুপুরেও কেচের কুলাগ তিগরানে অপর একটি হামলা চালিয়েছে বিএলএ। আইইডি বিস্ফোরণে মৃত্যু হয়েছে দুই পাক সেনার।
ইতিমধ্যেই হামলার দায় স্বীকার করেছে বালোচ বিদ্রোহীরা। বিএলএ-র মুখপাত্র জিয়ান্দ বালোচ বলেন, ‘বিএলএ-কে বিদেশি মদতপুষ্ট বলে অভিহিত করা ভাড়াটে খুনিদের জানা উচিত পাক সেনাবাহিনী নিজেরাই চিনা মদতে পুষ্ট একটি ভাড়াটে সশস্ত্র দল।’ এই ভাড়াটে দখলদার সেনাবাহিনীর উপর আক্রমণ আরও তীব্রতার সঙ্গে অব্যাহত থাকবে বলে জানিয়েছে বালোচ বিদ্রোহীরা। আগামী দিনে টুকরো টুকরো হতে পারে পাকিস্তান….
আরো পড়ুন : মাধ্যমিক পরীক্ষা ২০২৬ দিনক্ষণ ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ, জেনে নিন পরীক্ষার দিনক্ষণ