Bangla News Dunia, Pallab : পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন শহিদের রক্ত বিফলে যেতে দিল না ভারত। মঙ্গলবার গভীর রাতে পাল্টা জবাব দিল ভারতীয় সেনা। ‘অপারেশন সিঁদুর’ নামে চালানো গোপন অভিযানে পাক অধিকৃত কাশ্মীরের অন্তত ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সেনার তরফে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ছবিতে লেখা ছিল, “জাস্টিস ইজ সার্ভড”, সঙ্গে হ্যাশট্যাগ #PahalgamAttack যা স্পষ্ট ইঙ্গিত দেয়, এই আক্রমণ পহেলগাঁওয়ে শহিদদের প্রতি এক কঠিন জবাব। আজ বুধবার ভারতের বিভিন্ন জায়গায় সামরিক মহড়ার আয়োজন করা হয়েছে।
আরও পড়ুন : হঠাৎ কে মোদির কার্যালয়ে গেলেন রাহুল ও প্রধান বিচারপতি ?
ভারতের হামলায় পাকিস্তান নিন্দা করছেন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের মহাপরিচালক (আইএসপিআর) লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, আজাদ কাশ্মীরের কোটলি, বাহওয়ালপুর এবং মুজাফ্ফরাবাদে কাপুরুষোচিত হামলা চালিয়েছে ভারত।
স্থানীয় সময় রাত ১টার দিকে সংবাদমাধ্যম বিদেশি নিউজকে তিনি বলেন, ‘কিছুক্ষণ আগে, ভারত বাহওয়ালপুরের আহমেদ পূর্ব এলাকার সুবহানুল্লাহ মসজিদ, কোটলি এবং মুজাফফরাবাদের তিনটি স্থানে বিমান হামলা চালিয়েছে।
পাকিস্তানের মিডিয়া ভারতের হামলায় এখন পর্যন্ত অন্তত তিনজন নিহত ও ১২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে বলে দাবি করেছেন। সূত্রের খবর অনুযায়ী, প্রতিশোধমূলক হামলায় পাকিস্তান সেনাবাহিনী একটি ভারতীয় ব্রিগেড সদর দফতর ধ্বংস করে দিয়েছে বলে জানান তবে ভারতের তরফ থেকে কিছু বলা হয়নি।
মঙ্গলবার গভীর রাতে মুরিদকে, কোটলি, বাহওয়ালপুর ও মুজফ্ফরাবাদে টার্গেটেড ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। মুরিদকে-তে অবস্থিত লস্কর-ই-তৈবার সদর দপ্তর এবং বাহওয়ালপুরে জইশ-ই-মহম্মদের ঘাঁটি ছিল মূল লক্ষ্য। সেনা সূত্র জানায়, শুধুমাত্র জঙ্গি ঘাঁটিতেই হামলা হয়েছে, কোনও পাকিস্তানের সামরিক অবকাঠামোকে নিশানা করা হয়নি।
ভারতের এই অভিযানের পর পাকিস্তান ৪৮ ঘণ্টার জন্য লাহোর ও শিয়ালকোট বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। প্রধানমন্ত্রী শরিফ বলেন, “উপযুক্ত সময় হলে জবাব দেওয়া হবে।”হামলার কিছুক্ষণ পর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক্সে লেখেন, “ভারত মাতা কী জয়।”