Bangla News Dunia ,Pallab : পাক গুপ্তচর সন্দেহে সোমবার হরিয়ানার নুহে আরও একজনকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্ত বেশ কয়েকবার পাকিস্তানে গিয়েছে। তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির প্রমাণ মিলেছে। একই অভিযোগে এখন পর্যন্ত দেশে মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজ করছেন গোয়েন্দারা।
আরও পড়ুন : বাজারে আসছে নয়া ২০ টাকার নোট ! আগের গুলো কি বাতিল হচ্ছে ?
পহলগাম হামলার পর দেশবাসীর নিরাপত্তা সুনিশ্চিত করতে কঠোর পদক্ষেপ করেছে কেন্দ্রীয় সরকার। অনুপ্রবেশকারী, গুপ্তচরদের বিরুদ্ধে চলছে অভিযান। শুক্রবার জ্যোতি মালহোত্রা নামে হরিয়ানার এক ইউটিউবারকে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার করা হয়। দিল্লিতে নিযুক্ত পাক আধিকারিক এহসান-উর-রহিম ওরফে দানিশের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। পহেলগাম হামলার পর এদেশের নিরাপত্তা ও সেনা সংক্রান্ত তথ্য পাক এজেন্টদের পাচারের অভিযোগে হিসার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
জ্যোতি দু’বার পাকিস্তানে গিয়েছিল। সেখানে কথা হয়েছিল পাক গোয়েন্দাদের সঙ্গেও। তার ভিডিওতেই এর প্রমাণ মিলেছে। ওই ইউটিউবারের সঙ্গে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা প্রত্যেকে টাকার লোভে সংবেদনশীল তথ্য পাক এজেন্টদের হাতে তুলে দিত বলে অভিযোগ। ঘটনার তদন্ত চলছে।