Bangla News Dunia, দীনেশ :- পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগ। উত্তরপ্রদেশের এক ব্যবসায়ী শাহজাদকে গ্রেপ্তার (Pakistan spy arrested) করল পুলিশ। অভিযোগ, ওই ব্যবসায়ী গত কয়েকবছর ধরে প্রায়শই পাকিস্তানে (Pakistan) যাতায়াত করত। বেআইনিভাবে ব্যবসাও চালাত।
আরও পড়ুন:- ব্যাংক অফ বরোদাতে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন
উত্তরপ্রদেশের স্পেশাল টাস্ক ফোর্স সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মোরাদাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে শাহজাদকে। জানা গিয়েছে, গত কয়েক বছর ধরে সে বারবার পাকিস্তানে গিয়েছে। দু’দেশেই বেআইনিভাবে ব্যবসা চালানোর অভিযোগ তার বিরুদ্ধে। ব্যবসার আড়ালেই সে চরবৃত্তি করত। পাক গোয়েন্দা সংস্থা আইএসআইকে (ISI) ভারতীয় টাকা এবং ভারতীয় সিম কার্ড জোগাত বলে অভিযোগ শাহজাদের বিরুদ্ধে। এমনকি রামপুর থেকে বহু ব্যক্তিকে পাকিস্তানে পাঠিয়েছিল সে। রামপুরের বাসিন্দারা পরে কাজ করত আইএসআইয়ের চর হিসাবে। অ্যান্টি-টেররিজম স্কোয়াড (ATS) গোপন সূত্রের ভিত্তিতে শাহজাদের ওপর নজর রাখে। বেশ কিছুদিন তাঁর গতিবিধি পর্যবেক্ষণ করার পর তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার হয়েছিল ইউটিউবার জ্যোতি মালহোত্রা।
আরও পড়ুন:- বুক ধড়ফড় করে চ্যাটজিপিটি-র, হয় উদ্বেগও ! চ্যাটজিপিটি কি ‘মানবসম’ হয়ে উঠছে ? জানুন
আরও পড়ুন:- রোহিঙ্গা শরণার্থীদের বেঁধে ফেলা হয় সমুদ্রে? মামলা উঠলো আদালতে। বিস্তারিত জেনে নিন