পাক নাগরিকদের ফিরিয়ে নিতে ওয়াঘা সীমান্ত খুলে দিল পাকিস্তান, শুরু দেশে ফেরা

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : ভারতে আটকে পড়া পাক নাগরিকদের ফিরিয়ে নিতে অবশেষে অটারী-ওয়াঘা সীমান্ত খুলে দিল পাকিস্তান। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানের জড়িত থাকার অভিযোগ এনে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছিল ভারত। সেই পদক্ষেপগুলির মধ্যে অন্যতম ছিল ভারতে আসা পাক নাগরিকদের ভিসা বাতিলের সিদ্ধান্ত। পাক নাগরিকদের দেশে ফিরে যাওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল ২৯ এপ্রিল। সেই মতোই ভারতের নানা প্রান্ত থেকে পাক নাগরিকেরা এসে জড়ো হন ওয়াঘা সীমান্তে। তবে এমন আস্থিরতার আবহে সীমান্ত বন্ধ করে দিয়েছিল পাকিস্তান। ফলে তাঁদের নিজেদের দেশের নাগরিকেরাই ফিরতে পারছিলেন না দেশে। অবশেষে এই ঘটনার ২৪ ঘন্টা পরে পাক নাগরিকদের ফেরানোর জন্য সীমান্ত খুলে দিল পাকিস্তান। সীমান্তে আটকে থাকা পাক নাগরিকেরা শুক্রবার থেকেই দেশে ফিরে যেতে শুরু করেছেন।

আরও পড়ুন : এই ৩ অভ্যাস মানুষকে ধনী করে, আপনার একটাও আছে?

মাকে হরিদ্বারে তীর্থ করতে নিয়ে এসেছিলেন পাকিস্তানের বাসিন্দা সুরজ কুমার। তাঁকেও আটকে পড়তে হয়েছিল সীমান্তে। এই প্রসঙ্গে সুরাজ কুমার বলেন, ‘আমি ১০ দিন আগে ৪৫ দিনের ভিসা নিয়ে এসেছিলাম, কিন্তু আমাকেও বলা হয়েছে চলে যাওয়ার জন্য। আমি বৃহস্পতিবার সকাল ৬ টায় অটারী সীমান্তে পৌছে দেখতে পাই যে গেট বন্ধ রয়েছে।’ প্রসঙ্গত, সুরজের মতোই আরও বহু পাক নাগরিক আটকে ছিলেন সীমান্তে, যাদের মধ্যে বয়স্ক এবং বাচ্চারাও ছিলেন। অবশেষে পাকিস্তান তাঁদের সীমান্ত খুলে দেওয়ায় নিজের দেশে ফিরতে পেরে কিছুটা হলেও যে স্বস্তিতে রয়েছেন ওই সব পাক নাগরিকেরা তা বলাই বাহুল্য।

আরও পড়ুন : হার্ট অ্যাটাকের আগে ৭টি সংকেত দেয় আমাদের শরীর, বুঝতে পারলে জীবন বাঁচবে

আরও পড়ুন : ওষুধ ছাড়াই অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে চান? জেনে নিন ঘরোয়া উপায়

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন