‘পাক হামলায় শহিদ বেশ কয়েকজন ভারতীয় জওয়ান’, দাবি সেনার

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : ভারতকে আক্রমণ করতে কোনও কৌশলই বাদ রাখছে পাকিস্তান (Pakistan)। কিন্তু পড়শি দেশের সব চেষ্টা গুঁড়িয়ে দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী। বৃহস্পতিবার মধ্যরাতেও বহু বার সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেছিল পাকিস্তান। কিন্তু ভারতীয় সেনা প্রতিবারই পাকিস্তানের সব চেষ্টা ব্যর্থ করেছে বলে শুক্রবার বিকেলে সাংবাদিক বৈঠকে জানালেন ভারতের (India) বিদেশ মন্ত্রক এবং ভারতীয় সেনা। সঙ্গে তাঁরা এও বললেন, পাকিস্তানের হামলায় শহিদ হয়েছেন বেশ কয়েকজন ভারতীয় সেনা।

আরও পড়ুন : ভারত-পাকিস্তান সংঘাত আরও বাড়লে কী করবে আমেরিকা ? জানতে বিস্তারিত পড়ুন

সাংবাদিক বৈঠক থেকে তাঁরা জানান, ‘নিয়ন্ত্রণ রেখা বরাবর তাংধর, উরি, পুঞ্চ, মেনধর, রাজৌরি, আখনুর এবং উধপুরে সশস্ত্র ড্রোন এবং ভারী কামান নিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান। এতে ভারতীয় সেনার বেশ কয়েকজন সদস্য শহিদ হয়েছেন। আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। ভারতের প্রত্যাঘাতে পাকিস্তান সেনারও বড় ক্ষতি হয়েছে।

তাঁদের আরও দাবি, পাকিস্তান বার বার বলছে, ‘কোনও ধর্মীয়স্থানে তারা হামলা চালায়নি। কিন্তু তাদের এই দাবি একদম মিথ্যে। ভারতের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা করছে পাকিস্তান। পহেলগাঁও কাণ্ডকে (Pahelgam terror attack) সাম্প্রদায়িকতার রঙ দেওয়ার চেষ্টা করেছে পকিস্তান। বর্তমান পরিস্থিতি বিবেচনা করে কর্তারপুর সাহেব করিডর দিয়ে বাণিজ্য আপাতত বন্ধই থাকছে। এরই পাশাপাশি রাত আটটা থেকে সকাল ৬টা অবধি সমস্ত আলো নেভানো থাকবে আম্বালায়। হামলা এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

আরো পড়ুন : পরমাণু হামলায় কীরকম ক্ষতির সম্ভাবনা? জানুন

আরও পড়ুন : ভারতের S-400 VS পাকিস্তানের HQ-9 ডিফেন্স সিস্টেম, কে কতটা এগিয়ে ? জানুন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন