পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে SO পদে প্রচুর কর্মী নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ সমস্ত কিছু জেনেনিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারতের সমস্ত নাগরিকদের জন্য রইল একটি বিশাল খুশির খবর। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB) এর পক্ষ থেকে বিশেষজ্ঞ অফিসার পদে নিয়োগ করার জন্য একটি নতুন নিয়োগ ড্রাইভ ঘোষনা দিয়েছে। তাই আপনি যদি সেই পদ গুলিতে আবেদন করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই একবার নিচে দেওয়া প্রতিবেদনটি মনোযোগ দিয়ে পড়ুন।

PNB SO Recruitment 2025: বিবরণ

পদ নাম শূন্যপদের সংখ্যা মাসিক বেতন
অফিসার (ক্রেডিট) ২৫০ ৪৮,৪৮০/- টাকা থেকে সর্বোচ্চ ৮৫,৯২০/- টাকা
অফিসার (ইন্ডাস্ট্রি) ৭৫ ৪৮,৪৮০/- টাকা থেকে সর্বোচ্চ ৮৫,৯২০/- টাকা
ম্যানেজার (আইটি) ৬৪,৮২০/- টাকা থেকে সর্বোচ্চ ৯৩,৯৬০/- টাকা
সিনিয়র ম্যানেজার (আইটি) ৮৫,৯২০/- টাকা থেকে সর্বোচ্চ ১,০৫,২৮০/- টাকা
ম্যানেজার (ডেটা সায়েন্টিস্ট) ৬৪,৮২০/- টাকা থেকে সর্বোচ্চ ৯৩,৯৬০/- টাকা
সিনিয়র ম্যানেজার (ডেটা সায়েন্টিস্ট) ৮৫,৯২০/- টাকা থেকে সর্বোচ্চ ১,০৫,২৮০/- টাকা
ম্যানেজার (সাইবার সিকিউরিটি) ৬৪,৮২০/- টাকা থেকে সর্বোচ্চ ৯৩,৯৬০/- টাকা
সিনিয়র ম্যানেজার (সাইবার সিকিউরিটি) ৮৫,৯২০/- টাকা থেকে সর্বোচ্চ ১,০৫,২৮০/- টাকা

কী কী যোগ্যতা প্রয়োজন (PNB SO Recruitment 2025 Eligibility Criteria)

শিক্ষাগত যোগ্যতা: পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB) স্পেশালিস্ট অফিসার (SO) নিয়োগ ২০২৫-এর যোগ্যতা ও বয়সসীমা নিচে বিস্তারিতভাবে দেওয়া হলো:

পদের নাম শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা
অফিসার (ক্রেডিট) যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৬০% নম্বর সহ CA/CWA/CFA বা MBA (ফিনান্স) ডিগ্রি ২১ থেকে ৩০ বছর
অফিসার (ইন্ডাস্ট্রি) যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে B.E./B.Tech (সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায়) বা MBA (ফিনান্স) ২১ থেকে ৩০ বছর
ম্যানেজার (আইটি) যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে B.E./B.Tech (কম্পিউটার সায়েন্স/আইটি/ইসিই) বা MCA সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা
সিনিয়র ম্যানেজার (আইটি) যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে B.E./B.Tech (কম্পিউটার সায়েন্স/আইটি/ইসিই) বা MCA ২৫ থেকে ৩৫ বছর
ম্যানেজার (ডেটা সায়েন্টিস্ট) যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে B.E./B.Tech (সিএস/আইটি/ডেটা সায়েন্স) বা M.Sc (ডেটা সায়েন্স) ২৭ থেকে ৩৮ বছর
সিনিয়র ম্যানেজার (ডেটা সায়েন্টিস্ট) যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে B.E./B.Tech (সিএস/আইটি/ডেটা সায়েন্স) বা M.Sc (ডেটা সায়েন্স) সংশ্লিষ্ট ২৫ থেকে ৩৫ বিক
ম্যানেজার (সাইবার সিকিউরিটি) যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে B.E./B.Tech (সিএস/আইটি/সাইবার সিকিউরিটি) বা MCA সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা
সিনিয়র ম্যানেজার (সাইবার সিকিউরিটি) যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে B.E./B.Tech (সিএস/আইটি/সাইবার সিকিউরিটি) বা MCA সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ বছরের অভিজ্ঞতা

কিভাবে আবেদন করবেন (PNB SO Recruitment 2025 Online Apply Process)

যে সকল প্রার্থীরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB) এর বিশেষজ্ঞ অফিসার পদ গুলিতে আবেদন করতে চান, তাদের জানিয়েরাখি যে আপনাদের আবেদন পত্র জমা করতে হবে পুরোপুরি অনলাইনের মাধ্যমে। তাই সেই অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নিচে দেওয়া কয়েকটি উপায় মেনে চলুন।

প্রথমে PNB এর অফিসিয়াল ওয়েবসাইট খুলুন। এরপর Recruitment ট্যাবে গিয়ে PNB SO এর অনলাইন আবেদন লিংকে স্পর্শ করুন।  তারপর সেই আবেদন ফর্মটিতে নিজের সমস্ত তথ্য দিয়ে পূরণ করুন এবং সঙ্গে জরুরী ডকুমেন্ট গুলি স্ক্যান করে আপলোড করুন। এরপর নিজের ক্যাটাগরি অনুযায়ী আবেদন ফি পরিশোধ করুন। তারপর সাবমিট অপশনে স্পর্শ করে ফর্মটি জমা করুন।

আরও পড়ুন:- ‘আপনি কোট-প্যান্ট পরেন না কেন?’ হোয়াইট হাউজের সাংবাদিকের প্রশ্নের কি উত্তর দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ?

আবেদন ফি: SC/ST PWBD – ক্যাটাগরি প্রার্থীদের জন্য ৫৯/- টাকা এবং বাকি সমস্ত ক্যাটাগরি প্রার্থীদের জন্য ১১৮০/- টাকা

আবেদনের শেষ তারিখ: আগামী ২৪/০৩/২০২৫

কিভাবে নির্বাচন করা হবে (PNB SO Recruitment 2025 Selection Process)

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB) SO নিয়োগ ২০২৫ এর নির্বাচন প্রক্রিয়া হবে অনলাইন লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে।

আপনি যদি ডেইলিহান্টে এই প্রতিবেদন দেখে থাকেন তবে সমস্ত প্রকারের প্রয়োজনীয় লিঙ্ক আপনি Banglanewsdunia.com ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন।

প্রয়োজনীয় লিঙ্ক

অফিসিয়াল ওয়েবসাইট www.pnbindia.in

 

আরও পড়ুন:- রাজ্য পুলিশে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে প্রচুর কর্মী নিয়োগ চলছে! বিস্তারিত দেখে শীঘ্রই আবেদন করুন

আরও পড়ুন:- এভাবে রোজ রুটি খেলে গলগলিয়ে বেরোবে খারাপ কোলেস্টেরল, রইল বিস্তারিত

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন