Bangla News Dunia, Pallab : পাকিস্তানের সেনা জঙ্গিদের বাঁচাতে ব্যাট ধরেছে। ওদের যে ক্ষতি হয়েছে তার জন্য দায়ি ওরাই।’ সোমবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানাল সেনাবাহিনী (Indian Army)। এয়ার মার্শাল এ কে ভারতী জানান, গত মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের (Pakistan) মাটিতে যে ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) চালানো হয়েছিল তা ছিল শুধু মাত্র জঙ্গি শিবিরকে লক্ষ্য করে হামলা। কিন্তু পাক সেনা জঙ্গিদের উপর হামলার জবাব দিতে নিজেরাই এগিয়ে আসে। এটা দুর্ভাগ্যের। তার জবাব আমাদের দিতে হয়েছে। ওদের যা ক্ষতি হয়েছে তা ওদের কারণেই হয়েছে। কীভাবে ভারতীয় ফোর্স সিভিলিয়ানদের ক্ষতি কমাতে পারল সেটাও বিস্তারিতভাবে জানানো হয়েছে সেনার তরফে।
আরও পড়ুন : ফ্রি রেশন সামগ্রী পাওয়া বন্ধ হচ্ছে ? জানুন নতুন সিদ্ধান্তে কী বলছে সরকার
ভারতের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন রাজীব ঘাই জানান, ভারত যেহেতু লাইন অব কন্ট্রোল (LOC) পার না করেই আঘাত করেছিল। তাই প্রত্যাশা ছিল পাকিস্তানও বর্ডারের ওপার থেকেই হামলা করবে। তাই ভারতের এয়ার ডিফেন্স জোরদার করা হয়েছিল বলে জানান তিনি। যার জেরেই এদিন পাকিস্তানের নূর খান এয়ারবেসে হামলার ভিডিও দেখায় সেনাবাহিনী।
রাহিমিয়ার খান এয়ারবেসে হামলার ভিডিয়ো দেখানো হয়। ডিজিএমও লেফটেনান্ট জেনারেল রাজীব ঘাই বলেন, পাপের ঘড়া পূর্ণ হয়েছে ওদের। পহেলগাঁওয়ের ঘটনায় বোঝা গিয়েছে সেটা। পাকিস্তান ভারতের বহুস্তরীয় এয়ার ডিফেন্স সিস্টেমকে টপকাতে পারেনি।
আরও পড়ুন : শীঘ্রই বালুচিস্তান হাতছাড়া হচ্ছে পাকিস্তানের, কি ‘খেলা’ শুরু করলো BLA ? জেনে নিন