পাপের ঘড়া পূর্ণ ! ‘জঙ্গিদের বাঁচাতে ব্যাট ধরে পাক সেনা’, দাবি সেনার

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ :- ‘পাকিস্তানের সেনা জঙ্গিদের বাঁচাতে ব্যাট ধরেছে। ওদের যে ক্ষতি হয়েছে তার জন্য দায়ি ওরাই।’ সোমবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানাল সেনাবাহিনী (Indian Army)। এয়ার মার্শাল এ কে ভারতী জানান, গত মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের (Pakistan) মাটিতে যে ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor) চালানো হয়েছিল তা ছিল শুধু মাত্র জঙ্গি শিবিরকে লক্ষ্য করে হামলা। কিন্তু পাক সেনা জঙ্গিদের উপর হামলার জবাব দিতে নিজেরাই এগিয়ে আসে। এটা দুর্ভাগ্যের। তার জবাব আমাদের দিতে হয়েছে। ওদের যা ক্ষতি হয়েছে তা ওদের কারণেই হয়েছে। কীভাবে ভারতীয় ফোর্স সিভিলিয়ানদের ক্ষতি কমাতে পারল সেটাও বিস্তারিতভাবে জানানো হয়েছে সেনার তরফে।

আরও পড়ুন:- একবার চার্জ, সারাদিন হাওয়া! গরমে VIRAL এই হ্যান্ডফ্যান, দাম কত-কোথায় পাবেন? জেনে নিন

ভারতের ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন রাজীব ঘাই জানান, ভারত যেহেতু লাইন অব কন্ট্রোল (LOC) পার না করেই আঘাত করেছিল। তাই প্রত্যাশা ছিল পাকিস্তানও বর্ডারের ওপার থেকেই হামলা করবে। তাই ভারতের এয়ার ডিফেন্স জোরদার করা হয়েছিল বলে জানান তিনি। যার জেরেই এদিন পাকিস্তানের নূর খান এয়ারবেসে হামলার ভিডিও দেখায় সেনাবাহিনী। রাহিমিয়ার খান এয়ারবেসে হামলার ভিডিয়ো দেখানো হয়। ডিজিএমও লেফটেনান্ট জেনারেল রাজীব ঘাই বলেন, পাপের ঘড়া পূর্ণ হয়েছে ওদের। পহেলগাঁওয়ের ঘটনায় বোঝা গিয়েছে সেটা। পাকিস্তান ভারতের বহুস্তরীয় এয়ার ডিফেন্স সিস্টেমকে টপকাতে পারেনি।

আরও পড়ুন:- মুখোমুখি না পেরে অন্য ‘শয়তানি’ পাকিস্তানের, বিস্তারিত জেনে নিন

আরও পড়ুন:- কেন পাকিস্তানের মতো ধসে যায়নি ভারতের শেয়ার বাজার? কারণ জেনে নিন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন