Bangla News Dunia, বাপ্পাদিত্য:- গ্রাম থেকে রাজ্য, রাজ্য ছাড়িয়ে দেশ আর দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন পার্বতী বাউল। বাউল সঙ্গীতের প্রতি তাঁর ভালোবাসা-টান এতটাই গভীর যে তিনি আর অন্য কোনওদিকে তাকানোর সুযোগই পাননি। সেই গানকে বিদেশের মানুষের মনেও ছড়িয়ে দিতে পেরেছিলেন পার্বতী। তাঁর গানে মুগ্ধ আবালবৃদ্ধবনিতা। সেই পার্বতী বাউল আমেরিকায় অনুষ্ঠান করতে গিয়ে বাধার মুখে পড়লেন। সম্প্রতি, সান ফ্রান্সিসকোয় কনসার্ট বাতিল হয়েছে তাঁর। জানা গিয়েছে, ১৮ মে অনুষ্ঠান করার কথা ছিল সেখানে শিল্পীর। সেই অনুষ্ঠানে যোগ দিতে গিয়েই চরম হেনস্থার সম্মুখীন হতে হয়েছে পার্বতীকে। সোশ্যাল মিডিয়ায় অনুষ্ঠান বাতিলের কথা নিজেই তুলে ধরেছেন তিনি। এমনকী তাঁদের পাঁচ বছরের জন্য আমেরিকায় ব্যান করে দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন শিল্পী।
পার্বতী বাউল তাঁর ফেসবুক পেজে এই হেনস্থার কথা তুলে ধরেছেন। অনুরাগীদের উদ্দেশ্যে খুব ছোট করে পার্বতী বাউল অনুষ্ঠানের নতুন সময়ও ঘোষণা করেছেন। পার্বতী বাউলের সঙ্গে এহেনও আচরণে ক্ষুব্ধ এই রাজ্যের বাউল সমাজ সহ তাঁর অনুরাগীরাও। পার্বতী বাউলের ফেসবুক পেজ থেকে জানা গিয়েছে যে ১৮ মে রবিবার, মার্কিন সময় অনুযায়ী সন্ধ্যে ৭টায় সানফ্রান্সিসকোয় একটি কনসার্ট ছিল তাঁর। বিখ্যাত মার্কিন সঙ্গীতকার জর্জ ব্রুকসের সঙ্গে জুটি বেঁধে তা হওয়ার কথা ছিল। ব্রুকস ধ্রুপদী সঙ্গীতের সঙ্গে জ্যাজের মেলবন্ধনে গান করেন।
সেই ফিউশনেই গান করার কথা ছিল পার্বতী বাউলের। কিন্তু অভিযোগ উঠেছে, আমেরিকায় বাউল শিল্পীকে ঢুকতেই দেওয়া হয়নি। শুধু তাই নয়, তাঁকে ফিরিয়ে দেওয়া হয়েছে ভারতে। যার জেরে ব্রুকসের সঙ্গে যৌথ কনসার্ট বাতিল করতে বাধ্য হয়েছেন তিনি। এক সংবাদমাধ্যমকে পার্বতী জানিয়েছেন যে তিনি প্রতিবছরই আমেরিকায় বাউল গানের প্রচারের জন্য যান। কিন্তু এই বছরই এটা প্রথমবার হল। তিনি কোনওবারই কোনও খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হননি। পার্বতী জানিয়েছেন যে কোনওবার তাঁর সঙ্গে বর্ডারে এমন আচরণ করা হয়নি। এবারে অন্যরকম পরিবেশ ছিল।
আরও পড়ুন:- মারণ ক্যান্সারের ঝুঁকি কমাতে কোন কোন খাবার খাবেন ? দেখে নিন তালিকা