পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা, সঙ্গে সহকারী শিক্ষকের সুবিধা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : পশ্চিমবঙ্গের প্যারাটিচারদের জন্য সম্ভবত খুব শীঘ্রই আসতে চলেছে এক বড় সুখবর। বর্তমানের অস্থির চাকরির পরিবেশে যেখানে অনিশ্চয়তা ও চাপ প্রতিনিয়ত বেড়েই চলেছে, ঠিক সেখানে রাজ্য সরকার নতুনভাবে ভাবছে প্যারাটিচারদের বেতন বৃদ্ধি ও তাদের পদের নাম পরিবর্তন সম্পর্কীয় বিষয়ে। যদিও এখনও এবিষয়ে চূড়ান্ত ঘোষণা হয়নি, তবে সূত্র মারফত জানা যাচ্ছে, রাজ্য সরকার প্যারাটিচারদের দীর্ঘদিনের দাবির দিকে ইতিবাচকভাবে এগোচ্ছেন।

আরও পড়ুন : দুধ চা খালি পেটে খেলে সর্বনাশ, কী হয় ? জানুন

এই সম্ভাব্য বেতন বৃদ্ধি ও পদের নতুন নামকরণকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজ্যের শিক্ষা মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। আসুন,এই প্রতিবেদনে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক বিষয়টি।

প্যারাটিচারদের পদের নাম বদলানোর প্রস্তাব

আমরা সকলে জানি বর্তমানে রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে প্যারাটিচারদের এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাঁদের ছাড়া গ্রামের বহু স্কুল কার্যত অচল হয়ে যাবে। তবে দীর্ঘদিন ধরেই ‘প্যারাটিচার’ পদটির সঙ্গে অস্থায়ী কর্মী ও কম মর্যাদার ধারণা জড়িয়ে রয়েছে ।
এবার এই ‘প্যারাটিচার’ শব্দটির জায়গায় “অতিরিক্ত সহকারী শিক্ষক” (Additional Assistant Teacher) নাম ব্যবহারের কথা ভাবছে সরকার।

কেন পদের নাম বদলের কথা উঠেছে?

শিক্ষা দফতর মনে করছে, ‘প্যারাটিচার’ শব্দের কারণে তাঁদের মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে এবং আইনি নানা জটিলতায় পড়তে হয় তাদের।
আর বর্তমানে শিক্ষার অধিকার আইন (RTE)-এর কারণে প্যারাটিচার পদে নতুন নিয়োগে আইনি প্রতিবন্ধকতা রয়েছে। যারফলে নাম পরিবর্তন করলে ভবিষ্যতে নতুন নিয়োগের ক্ষেত্রেও আইনি বাধা অনেকটা সহজ হবে বলে মনে করা হচ্ছে।
এছাড়া সম্প্রতি রাজ্যের প্রায় ২৬,০০০ চাকরি বাতিল হওয়ার পরে, অনেকের পুনঃনিয়োগের জন্য বিকল্প পদ সৃষ্টি করারও একটা বড় কারণ থাকতে পারে এই নাম পরিবর্তনের পরিকল্পনার পিছনে, তবে এখন তা স্পষ্ট না।

আরও পড়ুন : শাহী ইদগাহ বিবাদ মামলায় বড়সড় ধাক্কা খেল হিন্দু পক্ষ !

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন