পাহাড় নাকি সমুদ্র? বর্ষায় কোথায় যাবেন ? এই ৩ জায়গা ট্রাই করতে পারেন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- এ বার জুনের আগেই বর্ষা ঢুকবে কেরালায়। এমনটাই জানাচ্ছে মৌসম ভবন। বর্ষায় বেড়াতে যাওয়ার মজাই আলাদা। বৃষ্টি হলেও সবুজে চোখ ভরে যায়। কিন্তু বর্ষাকালে ভারতের সব প্রান্তে বেড়াতে যাওয়া যায় না। যেমন বর্ষাকালে উত্তর ভারতের পাহাড়ে ভূমিধস, হরপাবান, বন্যার আশঙ্কা থাকে। বেড়াতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়তে কেউই চায় না। তাই এই বর্ষায় কোথায় যেতে পারেন, রইল ৩ জায়গার খোঁজ।

ওডিশা

কাছাকাছি মধ্যে মনসুন ডেস্টিনেশনের খোঁজ করলে ওডিশার কথা ভাবতে পারেন। পুরী ছাড়াও এই রাজ্যে একাধিক পর্যটক কেন্দ্র রয়েছে। গোপালপুর, চন্দ্রভাগা, আর্যপল্লি সহ একাধিক সমুদ্র সৈকত রয়েছে এই রাজ্যে। এ ছাড়াও দারিংবাড়ি, কোরাপুট, তপ্তপানি, কপিলাশ ইত্যাদি জায়গাও ঘুরে নিতে পারেন বর্ষাকালে। তবে ওডিশার অভয়ারণ্য ও টাইগার রিজার্ভ বর্ষাকালে এড়িয়ে চলুন।

আরও পড়ুন:- আগামী এক বছরে কতটা বাড়বে সেনসেক্স? মরগ্যান স্ট্যানলির রিপোর্টে কি বলছে জেনে নিন

মেঘালয়

বর্ষাকালে পাহাড় ঘুরে দেখতে চাইলে মেঘালয়ের কথা ভাবতে পারেন। শিলং, চেরাপুঞ্জি, দাওকি, মাওলিনং, মাওরিংখাং, মৌসিনরাম ইত্যাদি জায়গা ঘুরে দেখতে পারেন। এশিয়ার সবচেয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন গ্রাম হলো মাওলিনং। ভারতের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় মৌসিনরামে। সুতরাং, মেঘালয় গেলে এই জায়গাগুলো কোনও ভাবেই মিস করা চলবে না। তা ছাড়া বর্ষায় গারো, খাসি ও জয়ন্তিয়া সেজে ওঠে সবুজে। পাহাড়ের উপর যে সব জলপ্রপাতগুলো রয়েছে, সেগুলো আরও সুন্দরী হয়ে ওঠে এই ঋতুতে।

গোয়া

গ্রীষ্মকাল বাদে বছরের যে কোনও সময় গোয়া বেড়াতে যাওয়া যায়। মোটামুটি পুজোর পর থেকেই গোয়ায় পর্যটকদের আনাগোনা শুরু হয়। কিন্তু ভিড়ভাট্টা এড়িয়ে যদি গোয়াকে অন্য রূপ দেখতে চান, বর্ষাকালে এই রাজ্যে ভ্রমণের পরিকল্পনা করুন। গোয়ার সমুদ্র সৈকতগুলোয় এই সময় ভিড় থাকে না। গির্জা ও দুর্গগুলো খুব ভালো করে ঘোরা যায়। গোয়া থেকে কিছু দূরে রয়েছে দুধসাগর জলপ্রপাত। সেটা দেখতে গেলে বর্ষাকালই ভরসা।

আরও পড়ুন:- আমের রাজা হিমসাগর, আসল হিমসাগর কীভাবে চিনবেন? জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন