Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পিঁপড়ে নিয়ে কারও মাথাব্যথা থাকেনা। প্রশাসনেরও নয়। পিঁপড়ে ধরলেও যে শাস্তির কোপে পড়তে হতে পারে তা তরুণ বয়স কেন বৃদ্ধ বয়সের অনেকেরও ধারনার বাইরে। কিন্তু ১৯ বছর বয়সী ২ তরুণ সেই পিঁপড়ে ধরে এখন পুলিশের হাতে গ্রেফতার হয়েছে।
তাদের বিচারও হয়েছে। শাস্তিও হয়েছে। শাস্তি তারা কোনটা বেছে নেবে সেটা অবশ্য তাদের হাতেই ছেড়েছেন বিচারক। হয় তাদের সাড়ে ৬ লক্ষ টাকা দিয়ে নিজেদের মুক্তি নিশ্চিত করতে হবে। এটা জরিমানা। আর জরিমানা যদি না দিতে পারে বা দিতে না চায় তাহলে ১২ মাসের কারাবাস ভোগ করতে হবে।
এই ২ তরুণ বেলজিয়ামের বাসিন্দা। তবে তাদের পাকড়াও করা হয় কেনিয়া থেকে। কেনিয়ায় এক ধরনের পিঁপড়ে পাওয়া যায় যা এরা ধরছিল বলে জানতে পারে পুলিশ।
এদের কাছ থেকে ওই বিশেষ ধরনের পিঁপড়ে হাজার পাঁচেক পাওয়া যায়। যা তারা নানা জায়গা থেকে ধরে নিজেদের সংগ্রহে রেখেছিল। তারা পুলিশের কাছে জানায় যে পিঁপড়ে ধরা তাদের শখ। সেই শখ পূরণেই তারা ওই পিঁপড়েগুলি ধরেছিল।
কিন্তু পুলিশ তা মানতে চায়নি। পুলিশের দাবি ওই ২ তরুণ আদপে ওই পিঁপড়ে পাচারের সঙ্গে যুক্ত। পিঁপড়েও যে পাচার হয়, তার জন্যও যে দাম পাওয়া যায়, তা অনেকেরই ধারনার বাইরে।
ইউরোপ ও এশিয়ার বাজারে এই বিশেষ প্রজাতির পিঁপড়ের যথেষ্ট চাহিদা। কেনিয়া পুলিশ জানতে পারে যে ওই ২ তরুণ সেই পাচারের সঙ্গে যুক্ত। আর সেজন্যই তারা হাজার পাঁচেক পিঁপড়ে সংগ্রহও করে ফেলেছিল।