Bangla News Dunia, দীনেশ :- প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা (PM Kisan Yojana) ভারতের কোটি কোটি কৃষকের জন্য বিরাট আশীর্বাদ। আর এই প্রকল্পের মাধ্যমে দেশের ছোট এবং প্রান্তিক কৃষকদের প্রতি বছরের ৬০০০ টাকা করে আর্থিক সহায়তা করা হয় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। এই প্রকল্পের টাকা তিনটি কিস্তিতে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। আর প্রতি কিস্তিতে ২০০০ টাকা করে দেওয়া হয় বলেই খবর।
আরও পড়ুন:- খোলা ও দুর্গন্ধময় শৌচালয় অতীত, ‘পথসাথী প্রকল্পে শহর জুড়ে হবে ঝাঁ চকচকে 500 টি শৌচালয়।
১৯ তম কিস্তির পর এবার পালা ২০ তম কিস্তির
প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কৃষকদের অ্যাকাউন্টে এই প্রকল্পের ১৯ তম কিস্তির টাকা পাঠানো হয়েছিল। আর সেই সময় সরকারের পক্ষ থেকে ২২ হাজার কোটি টাকা ট্রান্সফার করা হয়েছিল ১১ কোটি কৃষকদের মধ্যে। আর এখন স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, ২০ তম কিস্তির টাকা কবে আসবে?
তবে সরকার এখনো এই বিষয়ে অফিসিয়াল কোনরকম বিজ্ঞপ্তি ঘোষণা করেনি। তবে তিন মাসের মধ্যে পরবর্তী কিস্তি দেওয়া হয় বলে অনুমান করা হচ্ছে। তাই জুন মাসের শেষের দিকে হয়তো এই প্রকল্পের ২০ তম কিস্তির টাকা ঢুকতে পারে। তবে আপনার যাতে কিস্তির টাকা আটকে না থাকে, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ আগেভাগে নিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।
আরও পড়ুন:- আমের রাজা হিমসাগর, আসল হিমসাগর কীভাবে চিনবেন? জেনে নিন
ই-কেওয়াইসি বাধ্যতামূলক
সরকারের তরফ থেকে এবার স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, যাদের ই-কেওয়াইসি সম্পূর্ণ করা হয়নি, তাদের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা ঢুকবে না। তাই যদি এখনো আপনি ই-কেওয়াইসি সম্পন্ন না করে থাকেন, তাহলে অবশ্যই তা সময়ের মধ্যে সম্পন্ন করুন।
এমনকি ই-কেওয়াইসি করতে গেলে অফিসিয়াল পোর্টালে গিয়ে ওটিপির মাধ্যমে খুব সহজেই করে নিতে পারবেন। তবে যদি নিজের মোবাইলে ওটিপি না পান বা ইন্টারনেট না থাকে, তাহলে নিকটবর্তী কোন সাইবার ক্যাফে গিয়ে ই-কেওয়াইসি করতে পারবেন।
আরও পড়ুন:- আগামী এক বছরে কতটা বাড়বে সেনসেক্স? মরগ্যান স্ট্যানলির রিপোর্টে কি বলছে জেনে নিন
কীভাবে বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করবেন?
আপনি এই প্রকল্পের তালিকায় রয়েছেন কিনা, তা জানতে হলে অবশ্যই বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করতে হবে। আর তা চেক করার জন্য নিন্মলিখিত ধাপগুলো অনুসরণ করুন-
- ব্রাউজারে গিয়ে পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকুন।
- এরপর ডান দিকের ‘Know Your Status’ অপশনটিতে ক্লিক করুন।
- এরপর নিজের রেজিস্ট্রেশন নাম্বার এবং ক্যাপচা কোড দিয়ে ‘Get Data’ অপশনে ক্লিক করুন।
- এরপর স্ক্রিনে আপনার স্ট্যাটাস দেখা যাবে।
বেনিফিশিয়ারি তালিকায় কীভাবে নাম চেক করবেন?
তালিকায় নিজের নাম চেক করার জন্য নিন্মলিখিত ধাপগুলো অনুসরণ করুন-
- প্রথমে www.pmkisan.gov.in পোর্টালে যান।
- এরপর ‘Beneficiary List’ অপশনটিতে ক্লিক করুন।
- এরপর নিজের রাজ্য, জেলা, ব্লক ও গ্রাম বেছে নিন।
- এরপর ‘Get Report’ অপশনে ক্লিক করলেই আপনার স্ক্রিনে তালিকা দেখা যাবে।
পিএম কিষান প্রকল্পে কীভাবে আবেদন করবেন?
পিএম কিষান প্রকল্প আবেদন করার জন্য নিন্মলিখিত ধাপগুলো অনুসরণ করুন-
- প্রথমে পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে যান।
- এবার ‘New Farmer Registration’ অপশনে ক্লিক করুন।
- এরপর নিজের আধার নাম্বার, ক্যাপচা কোড এবং অন্যান্য তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করুন।
- এইবার ফর্ম জমা দিয়ে প্রিন্ট আউট ডাউনলোড করে রাখুন।
তবে হ্যাঁ, যদি কোনরকম বিপদে পড়েন বা সমস্যায় পড়েন, তাহলে 155261 অথবা 011-24300606 নাম্বারে কল করে জানাতে ভুলবেন না।