Bangla News Dunia, বাপ্পাদিত্য:-দেশের কৃষকদের উন্নতির স্বার্থে কেন্দ্র সরকার পিএম কিষান (PM Kisan) যোজনা প্রকল্পটি আরম্ভ করেছে। এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য পেয়ে থাকেন কৃষিজীবী মানুষ। কিস্তিতে টাকা পাঠানো হয় কৃষকদের অ্যাকাউন্টে। যদি আপনিও টাকা পেতে চান, তাহলে কি করবেন জেনে নিন।
PM Kisan Yojana Scheme 2025
কেন্দ্রীয় সরকার (Central Government) এর তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) উদ্যোগে কৃষকবন্ধুদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এবার কৃষকরা পাবেন কিস্তিতে ২০০০ টাকার সাহায্য। তবে যদি আপনি একজন পিএম কিষাণ উপভক্তা হয়ে থাকেন তবে নির্দিষ্ট কিছু নিয়ম মানতে হবে। কী নিয়ম? আসুন দেখে নেওয়া যাক।
পিএম কিষান যোজনার টাকা পেতে কী করবেন?
সমস্ত প্রকল্পের নির্দিষ্ট কিছু নিয়ম থাকে। যার ব্যতিক্রম নয় পিএম কিষান যোজনাও। বিশেষ এই প্রকল্পটিতে কৃষকদের কিছু নির্দেশ দেওয়া হয়েছে। আসলে টাকা ঢুকলে কৃষকরা তাঁদের রেজিস্টার করা মোবাইল নম্বরে সেই কিস্তির টাকা সম্পর্কে এসএমএস-এর মাধ্যমে জানতে পারবেন। এছাড়া, আধার যাচাই প্রক্রিয়ার ক্ষেত্রে ওটিপি ভিত্তিক যাচাইয়ের জন্য সঠিক মোবাইল নম্বর থাকাও অত্যন্ত জরুরি। তাই যদি আপনার নতুন ফোন হয়ে থাকে বা আগের নম্বর বদলে গিয়ে থাকে, তাহলে অবশ্যই নম্বর আপডেট করে নিন।
মোবাইল নম্বর আপডেট করবেন কিভাবে?
- প্রথমে ভিজিট করুন অফিসিয়াল ওয়েবসাইটে —https://pmkisan.gov.in-এ।
- এরপর তার হোমপেজে একটু নীচে স্ক্রোল করে নিন।
- এর পরের ধাপে ‘Update Mobile Number’ অপশনে ক্লিক করে নিন।
- এবার আপনার রেজিস্ট্রেশন নম্বর অথবা আধার নম্বরটি লিখুন।
- এরপর ক্যাপচা কোডটি লিখে সার্চ বাটনে ক্লিক করে নিতে হবে।
- এরপর আপনার প্রোফাইল খোলার পর, নতুন মোবাইল নম্বরটি লিখতে হবে তারপর ‘Submit’ করে দিতে হবে।
- সবশেষে ওটিপি দিয়ে যাচাই করে নিন।
- আপনার নতুন মোবাইল নম্বরে একটি ওটিপি আসতে পারে, যেটি লিখে নিশ্চিতকরণ করতে হবে।
নম্বর আপডেট করার অফলাইন পদ্ধতি
এছাড়া চাইলে আপনারা পদ্ধতিতেও মোবাইল নম্বর আপডেট করতে পারেন। আর এটি করার জন্য আপনার স্থানীয় CSC বা কৃষি দফতরে ভিজিট করতে হবে। তারপর সেখানে গিয়ে নম্বর আপডেট করতে পারবেন। তবে এর জন্য সঙ্গে করে নিয়ে যেতে হবে কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট যেমন, আধার কার্ড, পিএম কিষান রেজিস্ট্রেশন নম্বর এবং মোবাইল নম্বরের প্রমাণপত্র।
উপসংহার
পিএম কিষাণ যোজনার ২০ তম কিস্তির টাকার জন্য দেশের কৃষকরা বহুদিন ধরেই অপেক্ষা করে আছেন৷ আগে অনুমান করা হয়েছিল জুন মাসের শেষ সপ্তাহে ২০ তম কিস্তির টাকা মিলবে ৷ তবে এখনও পর্যন্ত সরকারের তরফে কিছু জানানো হয়নি। হয়তো জুলাই মাসে টাকা পাঠানো হবে এমনটা মনে করা হচ্ছে।
আরও পড়ুন:- পোস্ট অফিসের দুর্দান্ত সঞ্চয় প্রকল্প! মাত্র ২ লাখ টাকা জমা করুন হাতে পান ৯ লাখ।