Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পিএম কিষান সন্মান নিধি যোজনা (PM Kisan Samman Nidhi Yojana) ভারতের কৃষকদের জন্য একটি কেন্দ্রীয় প্রকল্প, যার মাধ্যমে ছোট ও প্রান্তিক কৃষকদের বছরে ৬০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই টাকা ৩ কিস্তিতে দেওয়া হয়। আপনি যদি নতুন আবেদনকারী হন বা এখনও টাকা পাননি, তবে কিছু ধাপ অনুসরণ করলেই আপনি এই সুবিধা পেতে পারেন। নিচে পিএম কিষান যোজনায় নতুনভাবে নাম নথিভুক্ত করার জন্য প্রয়োজনীয় সব তথ্য ধাপে ধাপে দেওয়া হলো।
পিএম কিষান সম্মান নিধি যোজনায় টাকা পেতে হলে নতুন কী করতে হবে
আবেদনকারীর অবশ্যই কৃষি জমি থাকতে হবে, আবেদনকারীকে ভারতের নাগরিক হতে হবে, আয়কর দাতা হলে এই প্রকল্পের টাকা পাওয়া যাবে না, কেন্দ্র বা রাজ্য সরকারের কর্মচারীরা এই প্রকল্পের আওতায় আসেন না। আধার কার্ড, ব্যাংক একাউন্টের ডিটেইলস IFSC সহ, জমির কাগজপত্র, মোবাইল নম্বর থাকা বাধ্যতামূলক সেই কৃষকের। আধার কার্ড (Aadhar Card), জমির পাট্টা বা রেকর্ড (Land Record), ব্যাংক পাস বুক (Bank Passbook) থাকতে হবে।
আরও পড়ুন:- দেশের সুরক্ষায় কাজ করছে 10টি স্যাটেলাইট, জানালেন ইসরোর চেয়ারম্যান
পিএম কিষান সন্মান নিধি যোজনা অনলাইন আবেদন
- প্রথমে যান পিএম কিষানের ওয়েবসাইটে
- হোমপেজে ‘Farmer Corner’ এ ক্লিক করুন
- এরপর ‘New Farmer Registration’ অপশন বেছে নিন
- আধার নম্বর দিন এবং CAPTCHA দিয়ে ‘Click here to continue’ চাপুন
- ফর্মটি ঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন
- Submit করার পর একটি রেজিস্ট্রেশন নম্বর পাবেন, সেটি সংরক্ষণ করুন
পিএম কিষান সন্মান নিধি যোজনা স্ট্যাটাস চেক
আবার PM Kisan ওয়েবসাইটে যান, ‘Beneficiary Status’ অপশনে ক্লিক করুন, আপনার আধার নম্বর বা মোবাইল নম্বর দিয়ে সার্চ করুন, আপনি কিস্তি পেয়েছেন কিনা, সেটি এখানে দেখতে পারবেন। আধার নম্বর, রেজিস্টার্ড মোবাইল নম্বর দিলেই কৃষক বন্ধুরা জানতে পেরে যাবে যে কি করতে হবে বা কেন তারা টাকা পাচ্ছেন না।
টাকা না পেলে কী করবেন?
আধার ও ব্যাংকের তথ্য মেলানো আছে কিনা দেখুন, লোকাল কৃষি অফিস বা CSC সেন্টারে যোগাযোগ করুন, আবারও ফর্ম সাবমিট করার প্রয়োজন হতে পারে, বর্তমানে e-KYC বাধ্যতামূলক করা হয়েছে। আপনার যদি e-KYC না করা থাকে, তাহলে টাকাটা আসবে না। অনলাইনে OTP ভিত্তিক e-KYC করতে পারেন বা CSC সেন্টারে গিয়েও করতে পারবেন। PM Kisan Yojana প্রকৃত কৃষকদের জন্য এক অসাধারণ প্রকল্প। আপনার যদি সমস্ত যোগ্যতা থাকে ও সঠিকভাবে আবেদন করেন, তাহলে প্রতি বছর ৬০০০ টাকা পাওয়া যায়।
আরও পড়ুন:- এই গরমে বাড়ির রেফ্রিজারেটর ভাল রাখতে কী করবেন? কী করবেন না? নিয়মগুলি জেনে নিন