পুঞ্চ-রাজৌরিতে নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাবর্ষণ পাকসেনার, মৃত্যু ১৫ ভারতীয় নাগরিকের

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ : পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার মধুর প্রতিশোধ নিল ভারত। অপারেশন সিঁদুর অভিযান চালিয়ে পাকভূমিতে মাটিতে মিশিয়ে দিল ৯টি জঙ্গি গোষ্ঠী। এই পরিস্থিতিতে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে পাক সেনাও। ভারতের বিরুদ্ধে প্রত্যাঘাতের জন্য পাক সেনাকে ছাড়পত্রও দিয়ে দিয়েছে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। এই পরিস্থিতিতে পাকিস্তানের গোলাবর্ষণে কমপক্ষে ১৫ ভারতীয়ের মৃত‍্যু হয়েছে।

আরো পড়ুন : মাধ্যমিক পরীক্ষা ২০২৬ দিনক্ষণ ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ, জেনে নিন পরীক্ষার দিনক্ষণ

জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে পাক অধিকৃত কাশ্মীর ও পঞ্জাব প্রদেশে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ভারতীয় সেনা। এই অভিযানের পোশাকি নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। গুঁড়িয়ে দেওয়া হয় ৯টি জঙ্গি ঘাঁটি। এরপরেই পালটা জবাব দেয় পাকিস্তান। ভারতের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারী গোলবর্ষণ শুরু করে পাকসেনা৷ পাকিস্তান সেনাবাহিনীর গোলাবর্ষণে কমপক্ষে ১৫ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে৷ ৪৩ জন আহত হয়েছেন৷ জানা গিয়েছে, পুঞ্চের কৃষ্ণা ঘাটি, শাহপুর এবং মানকোট, রাজৌরি জেলার লাম, মাঞ্জাকোট এবং গম্বীর ব্রাহ্মণ লক্ষ্য করে গোলাগুলি চালানো হয়েছে পাকিস্তানের তরফে। পুঞ্চ এবং রাজৌরিতে নিয়ন্ত্রণ রেখা বরাবর সামনের গ্রামগুলিতে ভারী মর্টার শেল নিক্ষেপ করে চলেছে পাকিস্তান সেনাবাহিনী। এই ঘটনায় দুই সিআরপিএফ জওয়ানও আহত হয়েছেন। দুজনের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন অফিসাররা। একজন সেনা অফিসার বলেছেন, “একটি শেল একটি বাস স্ট্যান্ডে আছড়ে পড়ে, বাসটি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে।”

আরও পড়ুন : পাকিস্তানের উপর ‘ডিজিটাল স্ট্রাইক’ জারি রেখেছে ভারত !

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন