‘পুত্র-সুখ হল না, স্ত্রীর প্রথম পক্ষের ছেলের মৃত্যুতে ভেঙে পড়লেন দিলীপ

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : মাতৃদিবসে মায়ের জন্য উপহার পাঠিয়েছিলেন সৃঞ্জয়। আর মঙ্গলবার অস্বাভাবিক মৃত্যু হল সৃঞ্জয়ের। বিজেপি নেতা দিলীপ ঘোষের স্ত্রীর প্রথম পক্ষের সন্তান সৃঞ্জয় দাসগুপ্ত। তাঁর মৃত্যুতে বাকরুদ্ধ মা রিঙ্কু মজুমদার। সৃঞ্জয়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন দিলীপ ঘোষও। এদিন শ্মশানে সৃঞ্জয়ের দেহ গাড়ি থেকে বেরোতেই মালা দিলেন দিলীপ। হাতজোড় করে শ্রদ্ধা জানান তিনি। বছর সাতাশের ছেলেটার মৃত্যু যেভাবে কষ্ট দিচ্ছে রিঙ্কুকে, তেমনই নাড়িয়ে দিয়েছে দিলীপকেও।

আরও পড়ুন : সন্ত্রাস ও POK নিয়েই একমাত্র আলোচনা’, পাকিস্তানকে স্পষ্ট বার্তা মোদির

ময়না তদন্তের পর এদিন সন্ধ্যায় সৃঞ্জয়ের অন্তিম কাজের জন্য দেহ এসে পৌঁছয় শ্মশানে। সেখানে যান মা রিঙ্কু মজুমদার ও দিলীপ ঘোষ। সেখানে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় রিঙ্কুকে। শ্মশানে পরিবার পরিজনদের পাশাপাশি ছিলেন সাংবাদিকরাও। এদিন সাংবাদিকদের সামনে তিনি বললেন, “আমরা তো কল্পনাও করতে পারছি না কী হল! ওর মা রান্না করছিল। ফোন এল। তারপর সেই অবস্থায় দৌড়ে চলে গেল।” তাঁর কথায়, “সর্বগুণসম্পন্ন ছেলে ছিলেন সৃঞ্জয়। আমি কখনই ভাবতে পারিনি ছেলে এমন অঘটনা ঘটাতে পারে। এর কোনও বর্ণনা হয় না। আমায় খুব ভালবাসত। আমি তো ওকে খেলা দেখাতেও নিয়ে গিয়েছিলাম। দুর্ভাগ্য আমার পুত্র-সুখ হল না, পুত্র-শোক হল।”

উল্লেখ্য, গত মাসেই বিবাহবন্ধনে আবদ্ধ হন দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদার। সেই সময় অফিসের কাজে ভিনরাজ্যে থাকায় বিয়েতে উপস্থিত থাকতে পারেননি তিনি। শুভেচ্ছা বার্তা দিয়েছিলেন তিনি। আজ সোমবার উদ্ধার হয় সৃঞ্জয়ের দেহ। যা মেনে নিতে পারছেন না দিলীপ-রিঙ্কু।

আরও পড়ুন : ফ্রি রেশন সামগ্রী পাওয়া বন্ধ হচ্ছে ? জানুন নতুন সিদ্ধান্তে কী বলছে সরকার

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন