Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দেশ এবং রাজ্যের সরকার জনসাধারণের জন্য নানান ধরনের প্রকল্প (Government Scheme) চালু করেই থাকে। এছাড়াও আলাদা করে প্রবীণ নাগরিকদের জন্য, মহিলাদের জন্য বিশেষ কিছু প্রকল্প আছে। তবে এবার পুরুষদের জন্যও এক বিশেষ প্রকল্প চালু করতে চলেছে সরকার। আর সেই প্রকল্পের মাধ্যমে মাসে ৫০০০ টাকা আর্থিক সাহায্য করা হবে। আসুন জেনে নেওয়া যাক এই বিষয়ে বিস্তারিত।
New Government Scheme For Mens
বিভিন্ন রাজ্যে মহিলাদের জন্য আলাদা আলাদা নাম নিয়ে বিভিন্ন প্রকল্প চালু রয়েছে। পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar) প্রকল্পটি উল্লেখযোগ্য। এছাড়াও কন্যা সন্তানদের জন্য কেন্দ্রীয় সরকারের সুকন্যা যোজনা, অন্য একটি রাজ্যে পরিচালিত লাডকি বেহেন যোজনা ইত্যাদি নানান প্রকল্প আছে। তবে আলাদা করে পুরুষদের জন্য বিশেষ কোনো স্কিম -এর উল্লেখ এর আগে পাওয়া যায়নি। কেন্দ্রীয় সরকার যদি এই বিশেষ প্রকল্প চালু করে, তাহলে উপকৃত হবেন লাখ লাখ পুরুষ। আসুন দেখে নেওয়া যাক পুরুষদের জন্য সরকারি প্রকল্পের ডিটেলস।
এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্যতা কি কি?
জানা যাচ্ছে, বিশেষ করে পুরুষদের জন্য নতুন প্রকল্প আনতে চলেছে কেন্দ্রীয় সরকার (Central Government). অবিবাহিত ও স্ত্রী বিয়োগ হওয়া পুরুষদের এই প্রকল্পের দ্বারা পেনশন দেবে সরকার। প্রকাশ্যে এসেছে এমনই তথ্য। এই প্রকল্পের দ্বারা মাসে মাসে ৫ হাজার টাকা আর্থিক সাহায্য করা হবে। বিশেষ করে যারা BPL কার্ডের আওতায় পড়েন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন। এছাড়াও, যাদের মাসিক ইনকাম নির্দিষ্ট নয় তারা এই সুবিধা পেতে পারেন।
অন্যান্য প্রকল্পের মত এক্ষেত্রেও আবেদনের জন্য নির্দিষ্ট বয়সসীমা রয়েছে। প্রকল্পের সুবিধা পেতে পুরুষদের বয়স হতে হবে ৪০-র ওপর। তবে যারা অবিবাহিত পুরুষ, তাদের বয়স ৪৫-র বেশি হতে হবে। যারা যোগ্য বলে বিবেচিত হবেন, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ৫০০০ টাকা আসবে।
আবেদন করার জন্য কি কি নথি প্রয়োজন?
এই বিশেষ স্কিমে আবেদন করার জন্য বিশেষ কিছু নথি প্রয়োজন। যেমন,
- আধার কার্ড
- আয়ের নথি,
- রেসিডেন্সিয়াল প্রুফ,
- স্ত্রীর ডেটথ সার্টিফিকেট,
- ব্যাঙ্কের সমস্ত নথি।
আবেদন করবেন কিভাবে?
- এই প্রকল্পের জন্য আবেদন করতে হলে সবার আগে ভিজিট করতে হবে State social welfare website -এর অফিসিয়াল ওয়েবসাইটে।
- এবার সেখান থেকেই সরাসরি আবেদন করতে হবে New Widow/ single men scheme এই অপশনে ক্লিক করে।
- তবে অনলাইনে যদি না হয় তাহলে স্থানীয় গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন।
উপসংহার: কেন্দ্রীয় সরকারের তরফে চালু হওয়া এই প্রকল্পের সুবিধা পাবেন উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, রাজস্থান, তামিলনাড়ু এবং অন্যান্য রাজ্যের পুরুষরা। আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এ বিষয়ে আরো বিস্তারিত জানতে পারবেন। আবেদন করার আগে ডিটেলস জেনে নেবেন।
আরও পড়ুন:- পরমাণু বোমা নিয়ে মিথ্যা তথ্য,পাকিস্তানের ঢোল ফেটে গেল। জানতে বিস্তারিত পড়ুন
আরও পড়ুন:- এবার ChatGPT-তেই হবে শপিং! কিভাবে ? জানতে বিস্তারিত পড়ু