পুরুষদের জন্য নতুন ভাতা প্রকল্প আনছে পশ্চিমবঙ্গ সরকার, মাসে ১৫০০ টাকা আর্থিক সহায়তা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : পশ্চিমবঙ্গ সরকার আবারও নতুন এক সামাজিক কল্যাণমূলক পদক্ষেপ নিতে চলেছে। এইবার লক্ষ্য পুরুষ সমাজ, বিশেষ করে রাজ্যের বেকার যুবকরা। মহিলাদের জন্য ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প রাজ্যে বিপুল সাড়া ফেলেছিল। এবার সেই সফলতা মাথায় রেখে একই ধরনের একটি ভাতা প্রকল্প পুরুষদের জন্য চালু করার ভাবনা নিয়ে এগোচ্ছে রাজ্য প্রশাসন।

আরও পড়ুন : যৌন সমস্যায় সন্তানহীনতা ? স্থায়ী সমাধান হোমিওপ্যাথি চিকিৎসা

এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল, যেসব যুবক এখনো কর্মসংস্থানের সুযোগ পাননি বা কোনো রকম সরকারি বা বেসরকারি চাকরিতে নিযুক্ত নন, তাদের জন্য মাসিক আর্থিক সহায়তা প্রদান করা। সরকারের অভ্যন্তরীণ সূত্রে ইঙ্গিত মিলেছে, প্রতিমাসে প্রতি আবেদনকারীকে ১,০০০ থেকে ১,৫০০ টাকা পর্যন্ত ভাতা দেওয়া হতে পারে, যা সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে।

প্রকল্পের পেছনের ভাবনা

বর্তমান রাজ্য রাজনীতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সরকার সমাজের প্রতিটি স্তরকে সন্তুষ্ট করার প্রচেষ্টায় ব্যস্ত। এই অবস্থায় বহুদিন ধরেই একটি অভিযোগ উঠে আসছিল যে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুধুমাত্র মহিলাদের জন্য, সেখানে পুরুষরা বঞ্চিত হচ্ছেন। সেই অভিযোগের প্রেক্ষিতেই পুরুষদের জন্য আর্থিক সহায়তার উদ্যোগ গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার।

এছাড়া, বাংলায় বেকারত্ব এক বড় সমস্যা। প্রচুর শিক্ষিত যুবক আজও চাকরির অভাবে হতাশ। সরকার চায়, এই ভাতা পেয়ে অন্তত কিছুটা স্বস্তি পাবে যুব সমাজ, এবং তারা নিজেদের জীবন চালানোর পথে কিছুটা হলেও এগিয়ে যেতে পারবে।

কাদের জন্য এই প্রকল্প?

যদিও এখনো পর্যন্ত প্রকল্পের নাম এবং চূড়ান্ত গাইডলাইন প্রকাশিত হয়নি, তবে সরকারের তরফে ইঙ্গিত দেওয়া হয়েছে, এই ভাতা শুধুমাত্র পুরুষদের জন্য প্রযোজ্য হবে যারা রাজ্যের স্থায়ী বাসিন্দা এবং বর্তমানে বেকার। অর্থাৎ যাদের সরকারি বা বেসরকারি চাকরি নেই, বা যারা নিয়মিত আয় করেন না – তারাই মূলত এই প্রকল্পের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।

আরও পড়ুন : ‘অপারেশন সিঁদুর’এর সাফল্য এবার পৌঁছোবে বিশ্বের দরবারে !

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন