পৃথিবীতে জীবনের শেষ কবে ? হিসেবে করে বলে দিলেন বিজ্ঞানীরা। জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

earth

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পৃথিবীতে জল, স্থল, অন্তরীক্ষে যে নানা আকার, প্রকারের প্রাণিজগৎ দেখতে পাওয়া যায়, তার স্থায়িত্ব আর কতদিন? আর কতদিন এই জীবজগত থাকবে? কবে শেষ হয়ে যাবে পৃথিবীর বুক থেক জীবনের শেষ চিহ্ন? এই প্রশ্নের উত্তর দিয়ে দিলেন বিজ্ঞানীরা। তাও আবার হিসাবে কষে।

এতদিন একটা ধারনা ছিল যে কেমন সময় পৃথিবী থেকে প্রাণিজগৎ শেষ হয়ে যেতে পারে। তবে সে ধারনা মুছে দিল এই নতুন গবেষণা। এতদিন মনে করা হত পৃথিবীতে প্রাণের শেষ বিন্দু নিশ্চিহ্ন হতে এখনও ২০০ কোটি বছর লাগবে।

কিন্তু নতুন গবেষণা জানিয়ে দিল তার চেয়ে অনেক কম সময়ের মধ্যেই শেষ হবে পৃথিবীর সব প্রাণ। মাত্র ১০০ কোটি বছর লাগবে পৃথিবীতে প্রাণের অস্তিত্ব শেষ হতে।

আর তা হবে ক্রমে কমতে থাকা অক্সিজেনের কারণে। একটা সময় আসবে যখন পৃথিবীর বুক থেকে অক্সিজেন মুছে যাবে। পৃথিবীতে মিথেন গ্যাসের প্রভাব অনেকটা বেড়ে যাবে। আর এসব হবে সূর্যের বয়স হওয়ায়।

বিজ্ঞানীরা জানাচ্ছেন, সূর্যের বয়স হচ্ছে। সূর্যের যত বয়স বাড়বে সূর্যের তেজ তত বাড়বে। ততই উজ্জ্বল হবে তার আলো। যার সহজ অর্থ হল পৃথিবীর ওপর সূর্যের তাপ বাড়তে থাকবে।

যত তাপ বাড়বে ততই জল শুকিয়ে যাবে। গাছপালা শুকিয়ে যাবে। কমতে থাকবে অক্সিজেন উৎপাদন। জাপানের তোহো বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জানাচ্ছেন, পৃথিবীতে উত্তাপ যত বাড়বে ততই কার্বন চক্র দুর্বল হতে থাকবে।

যার প্রভাব সরাসরি গিয়ে পড়বে বাস্তুতন্ত্রের ওপর। সব ওলটপালট হতে শুরু করবে। ক্রমে অক্সিজেন ফুরিয়ে যাবে পৃথিবী থেকে। আর অক্সিজেন ফুরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে শেষ হবে জীবনের স্পন্দন। আর সেজন্য বাকি আছে আর ১০০ কোটি বছর।

আরও পড়ুন:- গাড়িতে উঠলেই হড়হড়িয়ে বমি হয়? মোশন সিকনেশ কাটানোর টোটকা জেনে রাখুন

আরও পড়ুন:- পিএম কিষান সন্মান নিধি যোজনার ১৯ তম কিস্তির টাকা পেতে এই নিয়ম মানতে হবে কৃষক বন্ধুদের

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন