পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশালাকার গ্রহাণু ! দেখুন কি বলছে NASA

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, পল্লব চক্রবর্তী : এটি আকারে বিশ্বের সব থেকে উঁচু ও আশ্চর্য বিল্ডিং বুর্জ খলিফার থেকেও বড়। এমনই এক গ্রহাণু আজ অর্থাৎ ১৮ জানুয়ারি পৃথিবীর ‘গা ঘেঁষে’ বেরিয়ে যেতে পারে। এমনটাই জানিয়েছে মার্কিন মহাকাশ সংস্থা NASA। এই গ্রহাণুকে ‘সম্ভাব্য ঝুঁকিপূর্ণ’ অর্থাৎ কোনও গ্রহাণু পৃথিবীর ৪.৫৬ মিলিয়ন মাইলের মধ্যে আসে ও ব্যাসার্ধ ৫০০ ফুটের বেশি হয় তাকে ধরা হয়।

নাসার তরফে জানানো হয়েছে, ১৯৯৪ পিসিআই১ নামে গ্রহাণুটি চওড়ায় প্রায় ১.৬ কিলোমিটার। যা ১৯৯৪ সালের ৯ অগস্ট অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের একটি পর্যবেক্ষণ কেন্দ্র থেকে চিহ্নিত করেছিলেন বিজ্ঞানী রবার্ট ম্যাকনট। সেই গ্রহাণু আজ পৃথিবীর একেবারে গা ঘেঁষে বেরিয়ে যাবে। ‘গা ঘেঁষে’ হলেও পৃথিবীর অনেকটা দূর থেকেই যাবে সেই গ্রহাণু। টুইটারে মহাকাশ গবেষণা সংস্থা নাসার তরফে বলা হয়েছে, ‘মঙ্গলবার আমাদের গ্রহের ১.২ মিলিয়ন মাইল দূর থেকে সুরক্ষিত ভাবে বেরিয়ে যাবে ১৯৯৪ পিসিআই১ নামক গ্রহাণু।’

NASA-র তরফে জানানো হয়েছে, ইস্টার্ন টাইম অনুযায়ী, ভোর ৪ টে ১৫ মিনিটে পৃথিবীর ১.২ মিলিয়ন মাইল দূর থেকে বেরিয়ে যাবে গ্রহাণু ১৯৯৪ পিসিআই১। অর্থাৎ ভারতীয় সময় অনুয়ায়ী, দুপুর ২ টো ৪৫ মিনিটে সেই গ্রহাণু পৃথিবীর ১.২ মিলিয়ন মাইল দূর থেকে বেরিয়ে যাবে। সেই দৃশ্য ভালো মানের টেলিস্কোপে দেখা যাবে। ঘণ্টায় সেই গ্রহাণুর গতিবেগ হবে ৪৭,৩৪৪ মাইল। যা খুবই দ্রুততর।

সেই দানবিক গ্রহাণু পৃথিবীতে আছড়ে পড়বে কিনা, তা নিয়ে নেটিজেনদের বিশেষ একটি মহল উদ্বিগ্ন হয়ে পড়েছিল। যদিও বিশেষজ্ঞরা জানিয়েছেন, তেমন কোনও সম্ভাবনা নেই। পৃথিবীর যথেষ্ট দূর থেকেই সেই গ্রহাণু অতিক্রম করবে। যদিও আগামী দুই শতকে যে গ্রহাণু গুলি পৃথিবীর সবথেকে কাছ থেকে বেরিয়ে যাবে, সেই তালিকার শীর্ষে আছে ১৯৯৪ পিসিআই১ নামক গ্রহাণু।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন