Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বিড়ালকে ‘বাঘের মাসি’ বলা হয়। পৃথিবীতে প্রতিটি প্রাণীই উল্লেখযোগ্য। তাদের পৃথিবীতে থাকার কোনও না কোনও উদ্দেশ্য আছ।
বিড়াল অতি সাধারণ পোষ্য। এরা খুবই সাধারণ। মাঠেঘাটে ঘুরে বেড়ায়। শিকার করে খায়। অনেকে আবার বাড়িতে যত্ন নিয়ে পোষেন।
কিন্তু জানেন পৃথিবীর খাদ্যশৃঙ্খল বজায় রাখার জন্য বিড়াল কত গুরুত্বপূর্ণ?
বিড়াল বেঁচে থাকার জন্য সাধারণত মানুষের দেওয়া খাবার বা আবর্জনার ওপর নির্ভরশীল।
তবে বিড়াল শিকারও করে। এরা ইঁদুর শিকার করতে ভালোবাসে।
বিড়াল শিকারী প্রাণী। রাত হলেই তারা শিকারে বেরিয়ে যায়। আর ইঁদুর মেরে খায়। ইঁদুরের সংখ্যা কমাতে বিড়াল খুব গুরুত্বপূর্ণ প্রাণী। নাহলে ইঁদুরের সংখ্যা এত বেড়ে যাবে যে সব শষ্য তারাই খেয়ে নেবে। একপ্রকার সব ধ্বংস হয়ে যাবে।
বিড়াল শূন্য জায়গায় ইঁদুরের সংখ্যা চারগুণ বেড়ে যায়।
ইঁদুর সামুদ্রিক পাখির ডিম শিকার করে। ফলে বিড়াল না থাকলে ইঁদুর এত বাড়বে যে সামুদ্রিক পাখির ডিমও ধ্বংস করবে। এর ফলে বাস্তুতন্ত্র সঙ্কটে পড়বে। তাই বিড়াল দেখলে দুরছাই না করে তাদের আদর দিন।