পেঁয়াজ সংরক্ষণে রাজ্যে ৭টি গোলা তৈরি হচ্ছে, বিস্তারিত জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Onion

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রাজ্যে পেঁয়াজের দাম প্রায়শই বাড়ে–কমে। তাই রাজ্য সরকার ২৫ টন পেঁয়াজ রাখার মতো গোলা তৈরি করছে। আপাতত হাওড়া, হুগলির বলাগড়, নদিয়া–সহ সাতটি জায়গায় এই ধরনের গোলা তৈরি হবে।

শুক্রবার উলুবেড়িয়া পুরসভা কম্পাউন্ডে ‘সুফল বাংলা বিপণি’–র উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী বেচারাম মান্না এই কথা জানান। তিনি বলেন, ‘আমাদের রাজ্যে যত পেঁয়াজের প্রয়োজন, তা এই রাজ্যে উৎপাদিত হয় না। ভিনরাজ্য থেকে পেঁয়াজ আনতে হয়। তাই দামের হেরফের হয়। সাধারণ মানুষ সমস্যায় পড়েন। এই কারণে গোলা তৈরি করা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘রাজ্য সরকারের লক্ষ্য পেঁয়াজ–সহ বিভিন্ন চাষে যুক্ত কৃষিজীবীরা যেন সঠিক মূল্য পান। তাই আমার দপ্তর সুফল বাংলার স্থায়ী, অস্থায়ী ও ভ্রাম্যমান স্টল খুলেছে।’

আপাতত সাতটি পেঁয়াজ গোলা তৈরি হচ্ছে, যেখানে ২৫ টন পিঁয়াজ সংরক্ষণ করা সম্ভব হবে। ‌ ধীরে ধীরে তা আরও বাড়ানো হতে পারে। হাওড়া, বলাগড় নদিয়া–সহ রাজ্যের বিভিন্ন জায়গায় এই সাতটি গোলা হবে। রাজ্যে পেঁয়াজ উৎপাদনও বাড়ানোর চেষ্টা চলছে। রাজ্যে পেঁয়াজের বীজ উৎপাদন হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য এবং কারিগরি মন্ত্রী পুলক রায় বলেন, ‘এই স্টলে যেমন অন্য জেলার উৎপাদিত দ্রব্য পাওয়া যাবে, তেমনই আমাদের জেলায় উৎপাদিত ফসল অন্য জেলার স্টলগুলিতে পাওয়া যাবে।’ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি বিপণন দপ্তরের প্রধান সচিব ওঙ্কার সিং মিনা, হাওড়া জেলাশাসক পি দীপপ্রিয়া, হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য, আমতার বিধায়ক সুকান্ত পাল, উলুবেড়িয়া পূর্বের বিধায়ক বিদেশ বসু, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান প্রমুখ।

আরও পড়ুন:- NEET UG 2025-এর দিনক্ষণ ঘোষণা, কবে থেকে শুরু আবেদন পর্ব? জেনে নিন

আরও পড়ুন:- বাণিজ্য সম্মেলনে মালদার মাখনা শিল্পে 1300 কোটি বিনিয়োগ, উচ্ছ্বসিত ব্যবসায়ীরা

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন