পোষা কুকুর বা বিড়াল আঁচড়ালেও কি ইনজেকশন নিতে হবে ? জেনে রাখা জরুরি

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কুকুর বা বিড়ালের কামড়ে ক্ষত হলে বা রক্ত বের হলেই টিকা নিতেই হয়। পোষ্য হলেও কি তাই নিয়ম?

রাস্তার কুকুর বা বিড়াল যদি আঁচড়ে দেয় তখন অ্যান্টি-র‌্যাবিস টিকা নিতেই হয়। জলাতঙ্কের জন্য দায়ী র‌্যাবিস ভাইরাস খুব দ্রুত ছড়াতে পারে। এই ভাইরাস শরীরের রোগ প্রতিরোধী কোষগুলিকে ধ্বংস করে দেয়।

বাড়ির পোষ্য যদি জলাতঙ্কের জীবাণু বহন করে, তা হলে হালকা আঁচড় বা কামড় দিলেও টিকা নেওয়া জরুরি। বাড়ির পোষ্যদের সাধারণত টিকা দেওয়াই থাকে, তাই এক্ষেত্রে বিপদ কিছুটা কম।

তবে যদি শরীরে আগে থেকে কোনও ক্ষত থাকে আর সেখানেই আঁচড় বা কামড়ের ক্ষত হয়, তা হলে দেরি না করে ডাক্তার দেখান।

আরও পড়ুন:- ৯ জুলাই ভারত বনধ: কোন কোন পরিষেবা বন্ধ থাকবে ও দেশের ওপর কতটা প্রভাব পড়বে ? জেনে রাখুন

বাড়ির কুকুর কামড়ালেও ক্ষতের জায়গা ১০-১৫ মিনিট ধরে সাবান জল বা আয়োডিন দ্রবণে ধুতে হবে। ক্ষতের জায়গায় কখনওই ব্যান্ডেজ বাঁধবেন না।

হালকা আঁচড়ে রক্ত না বেরোলেও যদি ত্বক চিরে যায়, তা হলেও টিকা নিয়ে রাখা জরুরি।

কুকুর বা বিড়াল কামড়ালে পাঁচটি ডোজের ইনজেকশন নিতে হয়। ১ম ডোজ সঙ্গে সঙ্গে, অন্যগুলি ৩, ৫, ৭ ও ১৪ দিনের ব্যবধানে নিতে হবে। ৫ম ডোজ নিতে হবে ২৮ দিন পর। 

আরও পড়ুন:- Google Search-এ এখন AI Mode চালু, ব্যবহারকারীরা কী সুবিধা পাবেন তা জানুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন