Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কুকুর আমাদের চারপাশে থাকেই। অনেকেই কুকুর ভালবাসেন। পোষ্য হিসেবে কুকুর অনেকরই খুব প্রিয়।
অনেক সময়ই কুকুর কামড়ে দেয়। কুকুর কামড়ালে ভোগান্তিতে পড়তে হয়।
কুকুরটি কামড়াতে পারে, এই লক্ষণগুলি দেখে বুঝে যান…
যদি দেখেন কোনও কুকুর আপনাকে দেখে একেবারে নড়ছে না। স্থির হয়ে তাকিয়ে রয়েছে, তা হলে বুঝবেন কুকুরটি কামড়াতে পারে।
কুকুরের শরীরের লোম যদি খাড়া হয়ে যায়, তা হলে বুঝবেন কুকুরটি কামড়াতে পারে।
কুকুরের চোখ দেখেও বোঝা যায়। কুকুর যদি রেগে তাকায়, তা হলে বুঝবেন কামড়াতে পারে। কুকুর ঘুমিয়ে থাকলে চট করে ধরবেন না। ঘুমের মধ্যে ভয়ে আচমকা কামড়ে দিতে পারে।
কুকুরের মুড যদি খারাপ থাকে, তা হলে বুঝবেন কুকুরটি কামড়াতে পারে।
কুকুরের উপর উঠে বসলে বা কষ্ট হলে কামড়াতে পারে।
আরও পড়ুন:- আচমকাই অর্থ দফতরে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রী মমতার , কেন ?