পোস্ট অফিসের দুর্দান্ত সঞ্চয় প্রকল্প! মাত্র ২ লাখ টাকা জমা করুন হাতে পান ৯ লাখ।

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারতবর্ষের একাধিক সঞ্চয় প্রকল্পের মধ্যে পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট স্কিম বা Post office Savings Schemes অন্যতম। এখনো পর্যন্ত অনেকেই মিউচুয়াল ফান্ড (Mutual Fund) বা শেয়ার মার্কেট (Share Market) এর পরিবর্তে স্থায়ী এবং নিশ্চিত রিটার্ন (Guaranteed Return) পাওয়ার জন্য পোস্ট অফিসের বিভিন্ন স্কিম তথা পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট স্কিম (Post Ofice Fixed Deposit Scheme) কে পছন্দ করে থাকেন।

পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট স্কিম

ভারতীয় ডাক বিভাগ সম্প্রতি এমনই এক দুর্দান্ত ডিপোজিট স্কিম (Deposit Scheme) নিয়ে এসেছে, যেখানে একবার জমালেই প্রতিমাসের ২৯৭৭৬ টাকার স্থায়ী সুদ পাওয়া যায়। ভবিষ্যৎ সঞ্চয় পরিকল্পনার জন্য এই স্কিম অনবদ্য। বিশেষত ৬০ বছরের পরে যখন আর ইনকাম থাকে না, তখন এই ডিপোজিট স্কিম থেকে স্থায়ী রোজগার পাওয়া যায়। তাহলে চলুন, আজ ডাক বিভাগের এই দুর্দান্ত স্কিম (Post Office Deposit Scheme) সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

এই বছরে তিনবার পর্যায়ক্রমে ভারতীয় রিজার্ভ ব্যাংক রেপো রেট (RBI Repo Rate) কমিয়েছে। এর ফলে এক ধাক্কায় সম্পূর্ণ ১.০০ শতাংশ রেপো রেট কমে গিয়েছে। যার ফলে ভারতীয় ব্যাংকগুলিতে ফিক্সড ডিপোজিট (FD) এর জন্য সুদের হার পর্যায়ক্রমে কমানো হয়েছে। কিন্তু ডাক বিভাগে যে সমস্ত বিনিয়োগকারীরা নিজেদের টাকা সঞ্চয় করেছিলেন, তাদের ফিক্স ডিপোজিট (FD) বা যে কোন বিনিয়োগের ক্ষেত্রে সুদের হারে কোনও রকম পরিবর্তন দেখা যায়নি। আপনিও আপনার ভবিষ্যৎ বিনিয়োগ বা সঞ্চয় পরিকল্পনা শুরু করলে, ডাক বিভাগের এই দুর্দান্ত পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট স্কিমটি বেছে নিতে পারেন। যেখানে একবার ২ লাখ টাকা জমা করলে প্রতিমাসে ২৯,৭৭৬ টাকার স্থায়ী সুদ (Interest) পাওয়া যায়।

TD Post office Savings Schemes

ভারতীয় ডাক বিভাগের পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট বা FD স্কিমের মতোই পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট স্কিম বা TD নামক একটি জনপ্রিয় স্কিম রয়েছে। এই স্কিমে টাকা বিনিয়োগ করলে, একটি নির্দিষ্ট সময়ে স্থির ও নিয়মিত সুদ পাওয়া যায়। এই সিমের মাধ্যমে ডাক বিভাগ ৬.৯ শতাংশ থেকে ৭.৫ শতাংশ পর্যন্ত সুদ দিয়ে থাকে। এবং পর্যায়ক্রমে অর্থাৎ বছর বাড়ার সাথে সাথে এই সুদের পরিমাণ বাড়তে থাকে।

 

পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট স্কিম এর হিসাব

ভারতীয় ডাক ১ বছরের TD এর উপর ৬.৯০ শতাংশ, ২ বছরের TD এর উপর ৭.০ শতাংশ, ৩ বছরের TD এর উপর ৭.১ শতাংশ এবং ৫ বছরের TD এর উপর ৭.৫ শতাংশ পর্যন্ত সুদ পেয়ে থাকেন গ্রাহকেরা। যার ফলে ২ বছরে মোট ২ লাখ টাকা জমা করলে, প্রতিমাসে নিশ্চিত সুদ হিসাবে ২৯,৭৭৬ টাকা পাওয়া যাবে। তাহলে চলুন এই হিসাবটি এবার জেনে নেওয়া যাক।

কীভাবে মাসে ২৯,৭৭৬ টাকা সুদ পাবেন ?

Post office Savings Schemes TD বা টার্ম ডিপোজিট স্কিমে পোস্ট অফিস দুই বছরে ৭.০ শতাংশ হারে সুদ দিচ্ছে। আপনি যদি পোস্ট অফিসের এই স্কিমে ২ বছরের মেয়াদের জন্য ২,০০,০০০ টাকা বিনিয়োগ করেন, তাহলে ম্যাচিউরিটির সময় আপনাকে গ্যারান্টি সহ ২,২৯,৭৭৬ টাকা রিটার্ন দেওয়া হবে। এর পাশাপাশি আপনি চাইলে ২৯,৭৭৬ টাকার স্থির রিটার্নও পেতে পারেন। পোস্ট অফিস (Post Office) এর সমস্ত গ্রাহকদের জন্যই এই স্কিমটি চালু রাখা হয়েছে। যদিও এক্ষেত্রে প্রবীণ নাগরিক হয়ে থাকলে সুদের পরিমাণ সাধারণ বিনিয়োগকারী তুলনায় কিছুটা বেশি থাকবে।

উপসংহার

ভারতের কেন্দ্রীয় সরকারের অধীনে ডাক বিভাগ কাজ করে থাকে। বর্তমানে রিজার্ভ ব্যাংকের রেপো রেট (Repo Rate) কমার সঙ্গে সমানুপাতিক হারে অন্য সমস্ত ব্যাংকের সুদের পরিমাণ কমে গেলেও পোস্ট অফিসের সুদ একই রাখা হয়েছে। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের অন্তর্গত ডাক বিভাগে সম্পূর্ণ নিরাপদ ভাবে নিজের টাকা গচ্ছিত রাখার জন্য এই স্কিমটি একেবারেই অনবদ্য।

আরও পড়ুন:- কিছু খেলেই পেটে গ্যাস হয়? হজমশক্তি উন্নত করতে এইসব খাবার খান।

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন