পোস্ট অফিসের ধামাকা স্কিম! 2 লাখ রাখলে হাতে পাবেন 6 লাখ! বিস্তারিত জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পোস্ট অফিসের বিভিন্ন প্রকল্প (Post Office Scheme) বিভিন্নভাবে গ্রাহকদের সুবিধা প্রদান করে থাকে। আর তাই জন্য এই পোস্ট অফিসে টাকা রাখার আগ্রহ বেড়েছে আমজনতার মধ্যে। সকলেই বলেন, এখানে টাকা রাখা নাকি নিরাপদ। ঝুঁকি কম। তবে পোস্ট অফিসের প্রকল্প থেকে যে উচ্চহারে সুদ পাওয়া যায়, জনসাধারণের আগ্রহ সেটিও। আসুন এখন পোস্ট অফিসের বিশেষ এক প্রকল্প সম্পর্কে জেনে নেওয়া যাক।

Post Office Scheme For High Return

আপনারা কমবেশি পোস্ট অফিসের প্রকল্পগুলি সম্পর্কে জানেন। এগুলির নাম ও সুবিধা সম্পর্কে ধারণা আছে। এবার আসা যাক একটি বিশেষ প্রকল্প সম্পর্কে আলোচনায়। এই প্রকল্পটি হল পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিম (Post Office FD). পোস্ট অফিসের এফডি স্কিমে যারা বিনিয়োগ করতে চলেছেন, তাঁদের জন্য সুখবর। কারণ এখানে ২ লাখ টাকার বিনিয়োগ (Investment) করলে আপনি হাতে পাচ্ছেন কড়কড়ে ৬ লাখ টাকা। যার অর্থ হল, দ্বিগুণেরও বেশি রিটার্ন পাচ্ছেন।

ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করার শর্ত

  1. প্রথমত, এই স্কিমে বিনিয়োগ করার জন্য গ্রাহককে ভারতীয় নাগরিক হতে হবে।
  2. এই স্কিমে নূন্যতম 1000 টাকা বিনিয়োগ করতে হবে।
  3. আপনি এখানে 1, 2, 3 ও 5 বছরের জন্য মেয়াদ নির্ধারণ করতে পারবেন।
  4. এছাড়া, 5 বছরের ক্ষেত্রে আয়কর আইন 80C অনুযায়ী কর ছাড় পাচ্ছন।

২ লাখ রেখে ৬ লাখ টাকা কিভাবে পাবেন?

পোস্ট অফিসে যে ফিক্সড ডিপোজিট চালু আছে সেখানে 5 বছরের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে বার্ষিক সুদের হার হল 7.5 শতাংশ। এবার মনে করুন আপনি 2 লক্ষ টাকা বিনিয়োগ করেছেন এই স্কিমে। এই টাকা বিনিয়োগ করলেন 5 বছরের জন্য। যার ফলে পাঁচ বছর পর আপনি ফেরত পাচ্ছেন 2,89,990 টাকা।

আরও পড়ুন:- মুখোমুখি না পেরে অন্য ‘শয়তানি’ পাকিস্তানের, বিস্তারিত জেনে নিন

অর্থাৎ, আপনার লাভ হচ্ছে 89,990 টাকা। এবার যদি আপনি ওই একই পরিমাণ টাকা পাঁচ বছরের জন্য রিনিউ করেন, তাহলে দ্বিতীয় মেয়াদের শেষে বিনিয়োগ দাঁড়াবে 4,20,470 টাকা। এবার যদি আপনি তৃতীয়বারের মতো যদি একইভাবে আবার সেই টাকা 5 বছরের জন্য রিনিউ করেন, তাহলে আপনি মোট পাবেন 6,09,370 টাকা। তাহলে বুঝতেই পারছেন গোটা হিসেবটা। কিভাবে ২ লাখ রেখে ৬ লাখ টাকা পেতে পারেন।

উপসংহার: আপনাদের জেনে রাখা ভাল যে, পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট স্কিমটি একটি সময় নির্ধারিত সেভিংস প্ল্যান। এই স্কিমে আপনি নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করে রাখতে রাখবেন। আর মেয়াদ শেষ হলে সেই জমানো টাকা আপনি ফেরত পাবেন সুদে-আসলে। আর যে বিষয়টি মনে রাখতে হবে, সেটি হল এই স্কিমে আপনি মোটামুটি 1 বছর থেকে 5 বছর পর্যন্ত মেয়াদ বেছে নিতে পারবেন।

আরও পড়ুন:- কেন পাকিস্তানের মতো ধসে যায়নি ভারতের শেয়ার বাজার? কারণ জেনে নিন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন