পোস্ট অফিসে কয়েক মাসে টাকা ডাবল স্কিম, দ্বিগুণ রিটার্ন ঝুঁকিহীন ভাবে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

post office

Bangla News Dunia, Pallab : আপনি কী আপনার জমানো টাকা ডাবল করতে চান? তাও আবার নির্ভরযোগ্য সংস্থা থেকে, তাহলে এই প্রতিবেদন আপনারই জন্য। বর্তমানে পোস্ট অফিসের কিষাণ বিকাশ পত্র স্কিমে বর্তমানে বিরাট সুদের সুবিধা দেওয়া হয়। মাত্র কিছু মাসে আপনার বিনিয়োগকৃত টাকা দ্বিগুণ হয়ে যাবে। এফডি-র তুলনায় বেশি রিটার্ন এবং ১০০% ঝুঁকিমুক্ত বিনিয়োগের সুযোগ। তবে বিনিয়োগ করার আগে আরও বিস্তারিত জেনেনিন। নিচে ধাপে ধাপে বিস্তারিত দেওয়া হল

আরও পড়ুন : UPI-তে টাকা লেনদেনের নিয়মে বড় বদল। নিয়ম না মানলে জরিমানা

কিষাণ বিকাশ পত্র স্কিম কী?

কিষাণ বিকাশ পত্র (Kisan Vikas Patra – KVP) হল ভারত সরকার দ্বারা সমর্থিত একটি ঝুঁকিমুক্ত সঞ্চয় স্কিম। মূলত কৃষকদের জন্য চালু করা হলেও এখন যেকোনো ভারতীয় নাগরিক এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। এই স্কিম পরিচালন সাধারণত পোস্ট অফিস দ্বারা হচ্ছে।

২০২৫ সালে KVP-এর প্রধান বৈশিষ্ট্য সমূহ

বৈশিষ্ট্য বিবরণ
সুদের হার ৭.৫% বার্ষিক (জুন ২০২৫ অনুযায়ী)
টাকা দ্বিগুণ করার সময় ১১৫ মাস (৯ বছর ৭ মাস)
ন্যূনতম বিনিয়োগ ₹১,০০০
সর্বোচ্চ বিনিয়োগ কোনো সীমা নেই
বয়স সীমা ১৮ বছর বা তার বেশি (অপ্রাপ্তবয়স্করা অভিভাবকের মাধ্যমে)
কর সুবিধা ৮০সি-র আওতায় নেই, সুদের উপর টিডিএস প্রযোজ্য

 

আরও পড়ুন : এই ভুল করলেই বন্ধ হবে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা, চালু হচ্ছে নয়া নিয়ম

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন