প্যালেস্টাইনের হামাস প্রেমীদের উপর কড়া পদক্ষেপ নিলে ফ্রান্স !

By Bangla News Dunia Dinesh

Updated on:

Bangla News Dunia , দীনেশ দেব :- দুই দিন আগেই ফ্রান্সের রাষ্ট্রপতি ম্যাক্রোন ইসরায়েল ও প্যালেস্টাইনের মধ্যে সংঘর্ষে ইসরায়েলকে সমর্থন করে বলেন যে যেকোনো দেশের নিজেকে রক্ষা করার অধিকার আছে। তাই ইসরায়েলের অধিকার আছে নিজের দেশের রক্ষা করার।

ফ্রান্সের রাষ্ট্রপতির এই কথা বলার পিছনে হামাসের রকেট হামলাকে দায়ী করা হচ্ছে। কারণ হামাসই প্রথমে রকেট হামলা শুরু করে। এর পরেই ইসরাইলের সেনা তার জবাব দিতে হামাসের উপর হামলা শুরু করে। হামাসের হামলায় এক ভারতীয় নার্সের মৃত্যু ও হয়েছে।

আরো পড়ুন :- ভারত বাদে বিশ্বের ২৫ টি দেশকে ধন্যবাদ জানালো নেতানিয়াহু , তবে কি দেরি করে ফেললো ভারত ?

ফ্রান্সের তরফ থেকে রাষ্ট্রপতি মাক্রোনের পর সেখানকার গৃহমন্ত্রী ফ্রান্সের পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেয়। যাতে করে ফ্রান্সে বসবাস কারী মুসলিমরা বিরোধ প্রদর্শন করতে না পারে। আগেই ফ্রান্সের তরফ থেকে সেখানে কোনো প্রকার প্যালেস্টাইন সমর্থিত জামায়াতে ও প্রদর্শনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

তার পরেই সেখানকার গৃহমন্ত্রী পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেন। যাতে করে কোনো প্রকার অশান্তি না ছড়িয়ে পরে। কারণ হিসাবে তিনি বলেন ২০১৪ সালে যখন প্যালেস্টাইন ও ইসরায়েলের মধ্যে লড়াই হয়েছিল তখন ফ্রান্সে হিংসা প্রদর্শন হয়। তার থেকেই শিক্ষা নিয়ে এবার আগে থেকেই ফ্রান্স ব্যবস্থা নিয়েছে।

আরো পড়ুন :- ইহুদিরা এতো শক্তিশালী কেনো ? ইহুদিদের শক্তিশালী হওয়ার পিছনের ইতিহাস জানুন

আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।

আরো পড়ুন :– টিকা দেবার ক্ষেত্রে কাদের অগ্রাধিকার দেবে নবান্ন ? জারি করলো তালিকা

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন