Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ফলপ্রকাশ হল আইসিএসই এবং আইএসসি-র । রাজ্যে আইসিএসই অর্থাৎ দশম শ্রেণিতে পাশের হার 98.76 শতাংশ । আইএসসি অর্থাৎ দ্বাদশ শ্রেণিতে রাজ্যে পাশের হার 98.75 শতাংশ ।
দুই শ্রেণির ক্ষেত্রেই ছাত্রদের তুলনায় এগিয়ে ছাত্রীরা । রাজ্যে দশম শ্রেণি অর্থাৎ আইসিএসই-তে ছাত্রীদের পাশের হার 99.04 শতাংশ । অন্যদিকে, দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে ছাত্রীদের পাশের হার 99.38 শতাংশ । তবে চিরাচরিত নিয়ম অনুযায়ী এই বছরেও কোনও মেধাতালিকা প্রকাশ করা হয়নি বোর্ডের তরফে ।
এই বছর আইসিএসই-তে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 43 হাজার 784 জন । তার মধ্যে ছাত্রদের সংখ্যা 24,056 । ছাত্রীদের সংখ্যা ছিল 19,728 । মোট পাশ করেছে 43,204 জন । এবারে আইসিএসই-তে সবচেয়ে বেশি পরীক্ষার্থীর সংখ্যা ছিল উত্তর ভারত থেকে । সেখানে মোট পরীক্ষার্থীর সংখ্যা 84,675 জন । আর পাশের হার 98.78 শতাংশ । তারপরেই রয়েছে ভারতের পূর্বাঞ্চল । সেখানে মোট পরীক্ষার্থীর সংখ্যা 78 হাজার 201 জন । মোট পাশের হার 97.70 শতাংশ ।
অন্যদিকে, ভারতের দক্ষিণাঞ্চলে আইসিএসই পরীক্ষার্থীর সংখ্যা ছিল 54,553 জন । পাশের হার 99.73 শতাংশ । আর দেশের পশ্চিমাঞ্চলে এই বছর আইসিএসই পরীক্ষার্থীর সংখ্যা ছিল 34 হাজার 281 জন । পাশ করেছে 99.83 শতাংশ । ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলি থেকে পরীক্ষার্থীর সংখ্যা ছিল 3,078 জন । সেখানে পাশের হার 98.67 শতাংশ ।
একই দিনে প্রকাশ করা হয়েছে আইএসসি অর্থাৎ দ্বাদশ শ্রেণির ফলাফল । সেখানে এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 99 হাজার 551 জন । ছাত্রদের সংখ্যা ছিল 52 হাজার 339 । ছাত্রীদের সংখ্যা ছিল 47,212 । এর মধ্যে পাশ করেছে 98 হাজার 578 জন । দশম শ্রেণির মতো দ্বাদশ শ্রেণিতেও এই বছর সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছে উত্তর ভারতের ছাত্রছাত্রীরা । সেখানে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 47 হাজার 379 জন । পাশের হার 98.97 শতাংশ ।
এরপরে রয়েছে পূর্ব ভারত । যেখানে পরীক্ষার্থীর সংখ্যা ছিল 36,492 জন । পাশ করেছে 98.76 শতাংশ । দক্ষিণ ভারত থেকে পরীক্ষার্থী সংখ্যা ছিল 9,824 জন। সেখানে পাশের হার 99.76 শতাংশ । আর পশ্চিম ভারত থেকে পরীক্ষার্থীর সংখ্যা ছিল 6,461 । সেখানেও পাশের হার 99.72 শতাংশ । অপরটিকে উত্তর-পূর্ব ভারত থেকে পরীক্ষার্থীর সংখ্যা ছিল 1,373 জন । পাশ করেছে 97.96 শতাংশ । সব পরীক্ষার্থী এদিন বেলা এগারোটা থেকে তাদের বোর্ডের নিজস্ব ওয়েব সাইটে নিজের ফলাফল জানতে পারেছে । স্কুলে স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছে মার্কশিট ৷
আরও পড়ুন:- Paracetamol বেশি খেলেই লিভার-কিডনির মারাত্মক ক্ষতি, বিকল্প উপায় কী? জানুন
আরও পড়ুন:- ভারতেই এই দুই মিসাইলের সামনে পাকিস্তানের সব শক্তি ফিকে । বিস্তারিত জেনে নিন