প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিকের ফলাফল, পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ :- বুধবার প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল (HS Result 2025) । গত ৩ মার্চ শুরু হয়েছিল চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ হয় ১৮ মার্চ। পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর।

এবছর উচ্চ মাধ্যমিকে মেধা তালিকাতে ছেলেদের থেকে এগিয়ে রয়েছে মেয়েরা। সাংবাদিক সম্মেলনে এমনটাই জানাল সংসদ। মার্কশিটে কিউ আর কোড এবং পার্সেন্টাইল থাকবে। এর ফলে নম্বর বুঝতে পারা সহজ হবে বলে জানানো হয় সংসদের তরফে। এই বছরই শেষ বার্ষিকভাবে প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। রিভিউ এবং স্ক্রুটিনির জন্য এবারও রয়েছে তৎকাল পরিষেবা। দুপুর ২টো থেকে ফলাফল জানা যাবে পর্ষদের ওয়েবসাইটে (Official website: https://wbchse.wb.gov.in)।

আরও পড়ুন:- মকড্রিল মানে কী? ঠিক কী করতে হবে সাইরেন বাজলেই? জানুন

উচ্চমাধ্যমিকে পাশের হার ৯০.৭৯ শতাংশ। মোট ৪ লক্ষ ৮২ হাজার ৯৪৮ জন রেগুলার প্রার্থী ছিলেন। পরীক্ষায় বসেছিলেন ৪ লক্ষ ৭৩ হাজার ৯১৯ জন। গতবারের থেকে বেড়েছে পাশের হার। এর মধ্যে ছেলে- ৯২.৭%, মেয়েদের ৮৮.১২%। পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর। সবচেয়ে বেশি পাশের হার ৯৫.৭৪ শতাংশ। দ্বিতীয় উত্তর ২৪ পরগণা, তৃতীয় কলকাতা, চতুর্থ দক্ষিণ ২৪ পরগনা। পঞ্চম স্থানে পশ্চিম মেদিনীপুর জেলা। উচ্চ মাধ্যমিকে পরীক্ষা সূচির থার্ড সিমেস্টার শুরু হবে- ৮ সেপ্টেম্বর-২২ সেপ্টেম্বর, ফোর্থ সিমেস্টার শুরু হবে – ২২ ফেব্রুয়ারি- ২৭ ফেব্রুয়ারি, জানাল সংসদ। কত শতাংশ পড়ুয়া কত নম্বর পেয়েছেন? ৬০ শতাংশ বা তার বেশি: ৪৫.৩৮%, ৭০ শতাংশ বা তার বেশি: ২৫.৬৬%, ৭৫ শতাংশ বা তার বেশি: ১৬.৯৯%, ৮০ শতাংশ বা তার বেশি: ১০.২৫%, ৯০ শতাংশ বা তার বেশি: ১.৬৯%।

আরও পড়ুন:- পাক সেনার ওপর বড় হামলা, অফিসার সহ নিহত ৬ । জানুন বিস্তারিত

আরও পড়ুন:- সংস্কারের জন্য 15 মাস বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথ কি হবে ? জেনে নিন

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন