Bangla News Dunia, Pallab : প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি’র ফলাফল (ICSE and ISC 2025 Result)। রাজ্যে ছাত্রদের তুলনায় এগিয়ে ছাত্রীরা। পরীক্ষা শেষ হওয়ার ২৫ দিনের মাথায় রেজাল্ট জানাল বোর্ড। কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনের (সিআইএসসিই)-এর অফিসিয়াল ওয়েবসাইট cisce.org এবং results.cisce.org থেকে নিজেদের প্রাপ্ত নম্বর দেখতে পাবেন পরীক্ষার্থীরা।
আরও পড়ুন : হার্ট অ্যাটাকের আগে ৭টি সংকেত দেয় আমাদের শরীর, বুঝতে পারলে জীবন বাঁচবে
রাজ্যে আইসিএসইতে (ICSE) পাশের হার ৯৮.৭৬ শতাংশ। আইএসসিতে (ISC) পাশের হার ৯৮.৭৫ শতাংশ। ২০২৪ সালে আইসিএসই পরীক্ষার ফল প্রকাশ হয়েছিল ৬ মে। আইএসসি-র ফল প্রকাশিত হয়েছিল ১৪ মে। সেই তুলনায় এ বছর ফল প্রকাশ আগেই হয়ে গেল। চলতি বছর আইসিএসই পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লক্ষ ৫৩ হাজার ৩৮৪ জন। তার মধ্যে ১ লক্ষ ৩৫ হাজার ২৬৮ জন ছাত্র ও ১ লক্ষ ১৮ হাজার ১১৬ জন ছাত্রী। অন্যদিকে, আইএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লক্ষ ৬৭ হাজার পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৫২ হাজার ৬৯২ এবং ছাত্রী ৪৭ হাজার ৩৭৫ জন।
আরও পড়ুন : ওষুধ ছাড়াই অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে চান? জেনে নিন ঘরোয়া উপায়