: পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার সম্পূর্ণ নির্ঘন্ট প্রকাশ করেছে। পরীক্ষা শুরু হবে ২রা ফেব্রুয়ারি, ২০২৬ এবং শেষ হবে ১২ই ফেব্রুয়ারি, ২০২৬। প্রতিদিন একটি মাত্র বিষয়ে পরীক্ষা নেওয়া হবে সকাল ১০:৪৫ থেকে দুপুর ২টা পর্যন্ত। প্রথম ১৫ মিনিট শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ থাকবে। আরও পড়ুন : হঠাৎ কে মোদির কার্যালয়ে গেলেন রাহুল ও প্রধান বিচারপতি ?
পরীক্ষার রুটিন
দিন | তারিখ | বিষয় |
---|---|---|
সোমবার | ২রা ফেব্রুয়ারি, ২০২৬ | প্রথম ভাষা* |
মঙ্গলবার | ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ | দ্বিতীয় ভাষা** |
শুক্রবার | ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ | ইতিহাস |
শনিবার | ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ | ভূগোল |
সোমবার | ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ | গণিত |
মঙ্গলবার | ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ | ভৌত বিজ্ঞান |
বুধবার | ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ | জীবন বিজ্ঞান |
বৃহস্পতিবার | ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ | ঐচ্ছিক অতিরিক্ত বিষয় |
* প্রথম ভাষা: বাংলা, ইংরেজি, গুজরাটি, হিন্দি, আধুনিক তিব্বতি, নেপালি, ওড়িয়া, গুরুমুখী (পাঞ্জাবি), তেলুগু, তামিল, উর্দু এবং সাঁওতালি।
** দ্বিতীয় ভাষা:
- ইংরেজি, যদি প্রথম ভাষা হিসেবে ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষা থাকে।
- বাংলা অথবা নেপালি, যদি প্রথম ভাষা ইংরেজি হয়।