Bangla News Dunia, দীনেশ :- অপারেশন সিঁদুরের পরে চিন ছাড়া সরাসরি পাকিস্তানের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করেছিল তুরস্ক (Turkey)। এমনকি পাকিস্তানে যুদ্ধজাহাজ পাঠায় তারা। ভারতের বিরুদ্ধে হামলা চালাতে পাকিস্তানের হাতে ড্রোন তুলে দেওয়া হয় তুরস্কের তরফে। যেই ড্রোন ভারতের বিরুদ্ধে হামলায় ব্যবহার করে পাকিস্তান। যদিও ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের সামনে সেই ড্রোন কোনও কাজে আসেনি। ভারতীয় সেনা সাংবাদিক সম্মেলনে স্পষ্ট জানিয়েছিল, ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেমের সামনে ব্যর্থ হয়েছে পাকিস্তানের ব্যবহার করা চিন-তুরস্কের ড্রোনগুলি। এই অবধি সব জানাই ছিল। তবে এবার যা জানা গেল তা চমকে দেওয়ার মতো। শুধু ড্রোন পাঠানো বা তা চালানোর কৌশল শেখানোই নয়, কোথায় কীভাবে হামলা চালানো হবে তাও পাখিপড়ার মতো শিখিয়ে দেয় তুরস্ক। এমনকি সেখানকার সামরিক বাহিনীর বিশেষজ্ঞরা পাকিস্তানে উপস্থিত থেকে হামলা পরিচালনা করেন বলে খবর এসেছে। জানা গেছে, পাকিস্তানে যতজন মারা গিয়েছে তার মধ্যে ২ জন তুরস্কের সামরিক বাহিনীর প্রতিনিধি রয়েছে।
আরও পড়ুন:- কর্নেল কুরেশিকে ‘জঙ্গিদের বোন’ তকমা বিজেপি নেতার, জানতে বিস্তারিত পড়ুন
পাকিস্তানের সঙ্গে তুরস্কের সামরিক কৌশলগত বোঝাপড়া আগে থেকেই রয়েছে। তবে সম্প্রতি বেশ কিছু বছরে এই বোঝাপড়া আরও বেড়েছে। শুধু আধুনিক অস্ত্র সরবরাহ নয়, পাকিস্তানের সেনাকে প্রশিক্ষণও দেয় এরদোগানের দেশ। কিন্তু তা সত্ত্বেও তুরষ্কের সঙ্গে সুসম্পর্ক রেখেই চলে ভারত। প্রয়োজনের সময় ভারত তুরস্কের পাশেও দাঁড়িয়েছে। কিন্তু শেষ পর্যন্ত তুরষ্ক পাকিস্তানের পাশে দাঁড়ানোয় নয়াদিল্লির সঙ্গে আঙ্কারার সম্পর্ক কোন দিকে গড়ায় সেটাই এখন দেখার।
আরও পড়ুন:- বিষাক্ত ভেজাল নুন খাচ্ছেন না তো? এই ভাবে জল দিয়ে পরীক্ষা করে নিতে পারেন
আরও পড়ুন:- নির্বিচারে কেটে ফেলা হচ্ছে ২৮ লক্ষ নারকেল গাছ, কারণ জানলে অবাক হয়ে যাবেন