প্রচণ্ড গরম কমবে বিকেলের বৃষ্টিতে, আজ এই জেলাগুলির জন্য সুখবর

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দক্ষিণবঙ্গে তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ। ভ্যাপসা গরমে রীতিমতো নাজেহাল অবস্থা। বিশেষ করে কলকাতা এবং আশপাশের জেলাগুলিতে অস্বস্তিকর গরমে জনজীবন বিপর্যস্ত। এমন পরিস্থিতিতে স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গেও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি কিছু জেলায় তাপপ্রবাহের সতর্কতাও জারি করা হয়েছে।

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী,

রবিবার বৃষ্টি হতে পারে পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদে। সোমবার, অর্থাৎ ১৩ মে হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও নদিয়ায় কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৩ মে আবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বৃষ্টি হতে পারে। ১৪, ১৫ ও ১৬ মে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টি  
শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ থেকেই ১৬ মে পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুন:- পোস্ট অফিসের ধামাকা স্কিম! 2 লাখ রাখলে হাতে পাবেন 6 লাখ! বিস্তারিত জেনে নিন

তাপপ্রবাহের সতর্কতা জারি
আবহাওয়া দফতর জানাচ্ছে, ১৪ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় অস্বস্তিকর গরম থাকবে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে কোথাও কোথাও তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এইসব অঞ্চলের মানুষদের সতর্ক থাকতে বলা হয়েছে।

বাড়বে তাপমাত্রা
আলিপুর আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আগামী দু’দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। একইসঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ২-৩ ডিগ্রি করে সর্বোচ্চ তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

তীব্র গরমের মধ্যে বৃষ্টির পূর্বাভাসে সাময়িক স্বস্তির ইঙ্গিত দিলেও, দক্ষিণ ও উত্তরবঙ্গের মানুষকে থাকতে হবে সতর্ক। নিয়মিত আবহাওয়ার আপডেট দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন:- কিডনি বিকল হচ্ছে, এই লক্ষণ দেখলেই সতর্ক হয়ে যান

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন