‘প্রচুর পরিমাণে জ্বালানি রয়েছে,’ দেশবাসীর জন্য পোস্ট ইন্ডিয়ান অয়েলের !

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ :- ভারত-পাক যুদ্ধকালীন পরিস্থিতিতে দেশে জ্বালানি সংকট নিয়ে আশ্বস্ত করল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL)। শুক্রবার দেশবাসীর জন্য এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে এই সংস্থা। সেখানে লেখা হয়, ‘গোটা দেশেই ইন্ডিয়ান অয়েলের ভাণ্ডারে প্রচুর পরিমাণে জ্বালানি তেল মজুত রয়েছে।’

আরও পড়ুন:- যুদ্ধকালীন পরিস্থিতিতে কালোবাজারি বরদাস্ত করবো না, কি ব্যবস্থা নিচ্ছেন মুখ্যমন্ত্রী ? জানুন

আইওসিএল-এর এক্স হ্যান্ডলে (X-Handle) লেখা হয়েছে, ‘গোটা দেশেই ইন্ডিয়ান অয়েলের ভাণ্ডারে প্রচুর পরিমাণে জ্বালানি তেল মজুত রয়েছে। আমাদের সাপ্লাই লাইনও মসৃণভাবেই কাজ করছে। তাই এ নিয়ে প্যানিক করবেন না। আমাদের আউটলেটে জ্বালানি এবং এলপিজি পর্যাপ্ত পরিমাণে রয়েছে। জ্বালানি ভরার জন্য পেট্রল পাম্পে অযথা হুড়োহুড়ি করবেন না।’

এরই পাশাপাশি কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী প্রহ্লাদ জোশী তামাম দেশবাসীকে আশ্বস্ত করে জানিয়েছেন, দেশের বিভিন্ন প্রান্তে প্রয়োজনের থেকে বেশি খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় জিনিস মজুত রয়েছে। তাই কোনও গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন খাদ্যমন্ত্রী।

আরও পড়ুন:- এই তেল দিয়ে মালিশ করুন শিশুকে ! হাড় মজবুত ছাড়াও স্বাস্থ্যেরও উন্নতি হবে

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন