প্রত্যেক মাসে নিশ্চিত 9000 টাকা আয় ! পোস্ট অফিসের এই প্রকল্পে উপকৃত হবেন সবাই

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

post office

Bangla News Dunia, Pallab : পোস্ট অফিসের দুর্দান্ত প্রকল্প মান্থলি ইনকাম স্কিম (POMIS). যেখানে প্রতিমাসে অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে ৯০০০ টাকা। এমনিতেই পোস্ট অফিসে চালু থাকা বিভিন্ন প্রকল্প সাধারণ মানুষের মুখে হাসি ফুটিয়ে এসেছে। এই প্রকল্পগুলি উচ্চ সুদের হার প্রদান করে, প্রতিমাসে আয়ের গ্যারান্টি দেয় আবার ভবিষ্যৎ সিকিউরিটিও থাকে সঙ্গে। আজ এই প্রতিবেদনে আলোচনা হচ্ছে মান্থলি ইনকাম স্কিন সম্পর্কে। আসুন জেনে নেওয়া যাক।

আরও পড়ুন : দুধ চা খালি পেটে খেলে সর্বনাশ, কী হয় ? জানুন

What Is POMIS Scheme?

পোস্ট অফিসের অনেক প্রকল্প সম্পর্কেই হয়তো আপনি জানেন। তবে পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম সম্পর্কে (Post Office Monthly Income Scheme) বহু মানুষ জানেন না। একটি নির্দিষ্ট বয়সের পর থেকে যদি আপনি অল্প অল্প করে টাকা জমান তাহলে একটা সময়ে আপনাকে আর প্রত্যেক মাসের আয় নিয়ে ভাবতেই হবে না।

কারণ স্বয়ংক্রিয়ভাবে প্রতি মাসে আপনি মোটা টাকা আয় করতে পারবেন। আপনার একাউন্টে ক্রেডিট হয়ে যাবে সেই অর্থ। আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে টাকা জমাবেন, আর কিভাবে প্রতিমাসের আয় নিশ্চিত করবেন।

মান্থলি ইনকাম স্কিমে কিভাবে বিনিয়োগ করবেন?

অনেক মানুষই মনে করেন পোস্ট অফিসে টাকা বিনিয়োগ করলে তাতে ঝুঁকি কম থাকে। এখানে টাকা রাখলে ভালো রিটার্ন পাওয়া যায়। অতএব পোস্ট অফিসের প্রকল্প জনসাধারণের মধ্যে দারুন জনপ্রিয় হয়ে উঠেছে। পোস্ট অফিসের এই স্কিমে আপনি নূন্যতম ১০০০ টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারেন। এটি ১০০০ টাকার গুণিতকে নিয়ে বিনিয়োগ করা যেতে পারে। তবে মনে রাখতে হবে সিঙ্গেল অ্যাকাউন্টের জন্য সর্বোচ্চ জমার সীমা হল ৯ লক্ষ টাকা।

আরও পড়ুন : শাহী ইদগাহ বিবাদ মামলায় বড়সড় ধাক্কা খেল হিন্দু পক্ষ !

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন