প্রধানমন্ত্রী ফিরতেই বাংলায় আসছেন শা, আগামীকাল রাজ্যবাসীর জন্য ‘বিশেষ বার্তা’ দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ : বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা (Amit Shah)। শনিবার অর্থাৎ আজ রাতে কলকাতায় (Kolkata) আসছেন শা। বঙ্গে এসেই বিজেপির (BJP) শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। আগামীকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা করবেন বলে বঙ্গ বিজেপি সূত্রে জানা গেছে।

আরও পড়ুন : বিমানঘাঁটি লক্ষ্য করে ব্রহ্মস ছুড়েছিল ভারত, মানলেন শরিফ

গেরুয়া শিবির সূত্রে খবর, আগামীকাল রাজারহাটে সিএফএসএলের সরকারি কর্মসূচিতে যোগ দেবেন অমিত শা। এরপর মধ্যাহ্নভোজ সেরে তিনি সোজা চলে আসবেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সেখানে বিজেপি নেতা-কর্মীদের নিয়ে সম্মেলন করবেন। এই সম্মেলনেই বক্তব্য রাখবেন শা। এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রীর সভায় উপস্থিত থাকবেন জেলা সভাপতি, মণ্ডল সভাপতি সহ সাংসদ এবং বিধায়কেরা। থাকবেন সাধারণ কর্মী সমর্থকেরা। এদিকে শাহি সফর নিয়ে দলীয় বিধায়কদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাফ নির্দেশ দিয়েছেন, আগামীকাল জামাইষষ্ঠীর অজুহাতে দলের কোনও বিধায়ক শায়ের সভায় অনুপস্থিত থাকতে পারবেন না। আগে শায়ের সভা, তারপর শ্বশুরবাড়ি। এই পরিস্থিতিতে বিধায়কেরা সমস্যায় পড়েছেন। তাঁদের মধ্যে কেউ কেউ বলেছেন, কার কথা রাখব ‘গৃহকর্ত্রী’ নাকি ‘গৃহমন্ত্রী?’ দু’দিকের মান না রাখলে যে বিপদে পড়তে হবে তা টের পাচ্ছেন পদ্মের বিধায়কেরা।

আরো পড়ুন : আধার কার্ডের পর চালু হচ্ছে Digital ID Card. কী কী সুবিধা মিলবে? কিভাবে আবেদন ? জেনে নিন

উল্লেখ্য, বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন (Assembly Election 2026)। সেদিকে এখন থেকেই চোখ রেখেছে বিজেপি। রাজ্যের উত্তরে বিজেপির শক্ত ঘাঁটি। দক্ষিণেও নিজেদের জায়গা করতে এখন থেকেই বাংলার মানুষের মন জেতার চেষ্টা করছে পদ্ম শিবিরের নেতা-মন্ত্রীরা। কিছুটা তৃণমূলের (TMC) স্টাইলেই এগোতে চাইছে বিজেপি। তাই বিধানসভা নির্বাচনের অনেক আগে থেকেই বাংলাকে পাখির চোখ করেছে মোদি বাহিনী।

আরও পড়ুন:- ফ্রি-এর দিন শেষ! WhatsApp-এ মেসেজ পাঠাতে এবার দিতে হবে টাকা। নতুন নিয়ম জেনে নিন

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন