‘প্রভাবশালী বিশ্বনেতা’, ঘানার জাতীয় সম্মানে ভূষিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : পঞ্চদেশীয় সফরের প্রথম ধাপে বুধবার ঘানায় (Ghana) পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। এবার সে দেশের জাতীয় সম্মান ‘দ্য অফিসার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অফ ঘানা’ (Officer of the Order of the Star) প্রদান করা হল তাঁকে। বিশিষ্ট রাষ্ট্রনায়কত্ব এবং প্রভাবশালী বিশ্ব নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ এই সম্মানে ভূষিত করা হয়েছে মোদিকে। ঘানার প্রেসিডেন্ট জন মাহামা (John Mahama) তাঁকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি প্রদান করেন।

আরও পড়ুন : পোস্ট অফিসের দুর্দান্ত সঞ্চয় প্রকল্প! মাত্র ২ লাখ টাকা জমা করুন হাতে পান ৯ লাখ।

ঘানার জাতীয় সম্মানে ভূষিত হতে পেরে তিনি সম্মানিত হয়েছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। তিনি এই সম্মানটি দেশের যুবসমাজ, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং ভারত ও ঘানার মধ্যে থাকা ঐতিহাসিক ও গভীর সম্পর্কের প্রতি উৎসর্গ করেছেন। কৃতজ্ঞতা প্রকাশ করে এক্স হ্যান্ডেলের একটি পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘ঘানার সর্বোচ্চ সম্মানে ভূষিত হওয়া আমার জন্য অত্যন্ত গর্ব ও সম্মানের বিষয়। আমি ঘানার জনগণ এবং সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই সম্মান আমাদের যুবসমাজের উজ্জ্বল ভবিষ্যত, তাঁদের আকাঙ্ক্ষা, আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক বৈচিত্র্য এবং ভারত ও ঘানার মধ্যে ঐতিহাসিক সম্পর্কের প্রতি উৎসর্গ করছি।’ তিনি আরও বলেন, ‘এই সম্মানে ভূষিত হওয়া ভারত ও ঘানার বন্ধুত্বকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ চালিয়ে যাওয়ার একটি দায়িত্বও। ভারত সর্বদা ঘানার জনগণের পাশে থাকবে এবং বিশ্বস্ত বন্ধু এবং উন্নয়নের অংশীদার হিসেবে অবদান রাখবে।’

প্রসঙ্গত, গত ৩ দশকে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী ঘানা সফরে গেলেন। বুধবার ঘানায় পৌঁছতেই মোদিকে স্বাগত জানান ঘানার প্রেসিডেন্ট জন মাহামা। মোদিও তাঁকে বুকে জড়িয়ে ধরেন। ভারত ও ঘানার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উন্নত করা লক্ষ্যে বিস্তৃত আলোচনা হয়েছে দুই রাষ্ট্রনেতার মধ্যে। ঘানার পর ত্রিনিদাদ ও টোবাগো যাবেন মোদি। শনিবার সেখান থেকে আর্জেন্টিনা হয়ে ব্রাজিলে ব্রিকস সম্মেলনে যোগ দেবেন। সবার শেষে প্রধানমন্ত্রীর সফরের তালিকায় রয়েছে নামিবিয়া।

আরও পড়ুন : শিয়ালদা বিভাগে যাত্রীদের ভিড় সামলাতে অতিরিক্ত লোকাল ট্রেন, কোন কোন রুটে? জেনে নিন

আরও পড়ুন : ছক্কা হাঁকালেন শুভেন্দু ! হেরে ভূত তৃণমূল

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন