প্রয়োজনে রাজনীতি ছেড়ে দেবেন, তবুও মেজাজ না-ছাড়ার বার্তা দিলীপবাবুর

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:-  থামতে চাইছেন না দিলীপ ঘোষ ! শুক্রবার তৃণমূলের মহিলা কর্মীদের ‘গলা টিপে দেব’ মন্তব্যের পর, শনিবার ফের হুমকি দেওয়ার অভিযোগ দিলীপ ঘোষের বিরুদ্ধে ৷ এবার বাড়িতে ঢুকে মারধর, প্রয়োজনে রাস্তায় টেনে এনেও মারবেন বলে হুমকি দিলেন খড়গপুরের প্রাক্তন সাংসদ ৷

শনিবার খড়গপুর প্রাতঃভ্রমণে বেরিয়ে ফের তৃণমূলের নেতা-কর্মীদের একপ্রস্থ হুঁশিয়ারি দিয়ে রাখলেন দিলীপ ঘোষ ৷ হুমকির সুরেই বললেন, “মেজাজ হারায়নি, যা বলেছি ঠিক বলেছি ৷ আর খড়গপুর দাঁড়িয়ে বলে দিচ্ছি, এই ধরনের বেয়াদপি যদি করতে আসে কেউ, সে যে পার্টির যত বড়ই নেতা হোক না-কেন, বাড়িতে থেকে টেনে এনে রাস্তায় পিটব আমি ৷ দিলীপ ঘোষ কারও বাপের খায় না, কারও জমিদারিতে পা দেয় না ৷ রাজনীতি করতে হলে ভদ্র ভাবে করুক ৷ আর ছেবলামি করলে, আমরাও জানি কাকে কীভাবে সিধে করতে হয় ৷”

উল্লেখ্য, শুক্রবার খড়গপুর পুরসভার 6 নম্বর ওয়ার্ডে একটি রাস্তার উদ্বোধন করতে গিয়েছিলেন দিলীপ ঘোষ ৷ তিনি সাংসদ থাকাকালীন সেই রাস্তা করার জন্য সংসদীয় তহবিল থেকে টাকা মঞ্জুর করিয়েছিলেন ৷ সেই রাস্তার কাজ দীর্ঘদিন আটকে ছিল ৷ অবশেষে তা শেষ হয়েছে ৷ তারপরেই শুক্রবার রাস্তা উদ্বোধনে যান প্রাক্তন সাংসদ ৷

Dilip Ghosh

শুক্রবার খড়গপুর পুুরসভা এলাকায় রাস্তা উদ্বোধনে গিয়ে মেজাজ হারান দিলীপ ঘোষ ৷ 

আরও পড়ুন:- সোনার বন্ড নাকি সোনার গয়না? জেনে নিন কোনটিতে বিনিয়োগ করা বেশি লাভজনক?

শুক্রবার খড়গপুর পুুরসভা এলাকায় রাস্তা উদ্বোধনে গিয়ে মেজাজ হারান দিলীপ ঘোষ ৷ (ইটিভি ভারত)

 

সেখানে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ ওঠে তৃণমূলের মহিলা সদস্যদের বিরুদ্ধে ৷ এতদিন পর তিনি ওই এলাকায় কী করতে এসেছেন, সেই প্রশ্ন করা হয় ৷ অভিযোগ, এরপরেই মহিলাদের উদ্দেশ্যে কটূক্তি করেন বিজেপি নেতা ৷ গালিগালাজ করা থেকে, গলা টিপে মারার হুমকিও দেন তিনি ৷ সেই ঘটনার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় খড়গপুর বিক্ষোভ-মিছিল বের করে তৃণমূল ৷

এমনকি রাজ্য রাজনীতিতেও দিলীপের আচরণের সমালোচনাও হয় ৷ কিন্তু, সেই সবে ‘ডোনট কেয়ার’ আচরণ বিজেপির এই বিতর্কিত নেতার ৷ তাই এ দিনও সরাসরি জানিয়ে দিলেন, “পার্টির প্রয়োজন হয় না ৷ দিলীপ ঘোষ একাই যথেষ্ঠ ৷ আর এখানকার কর্মীরাই যথেষ্ঠ ৷ আর তৃণমূল যদি মনে করে এই রাজনীতি খড়গপুরে শুরু করবে, কাল থেকে শুরু করছি ৷ বাড়িতে ঢুকে মারব, আর নয় বাড়ি থেকে টেনে এনে চৌরাস্তায় মারব ৷ কালকের হেডলাইন করে নিন ৷ আর যাঁরা বলছেন কু-কথা, তাঁদের শেখাবো কোনটা কু-কথা আর কোনটা সু-কথা ৷”

অন্যদিকে, গতকালের ঘটনায় খড়গপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধেও সুর চড়ান দিলীপ ৷ নিজের স্বপক্ষে তাঁর বক্তব্য, “যে লোকটা কোনদিন চেয়ারম্যান থাকা অবস্থায় কিছু করেনি ৷ এমএলএ থাকা অবস্থায় কিছু করেনি, এমনকি কাউন্সিলার থাকাকালীন কোনও কাজ করেনি, তিনি এসে বলছেন আমি রাস্তা বানিয়েছি ৷ এদিকে বোর্ডে লেখা আছে মাননীয় সাংসদ দিলীপ ঘোষ ৷ মানুষ কি ঘাসে মুখ দিয়ে চলে ৷ দম থাকলে ড্রেনটা করে দেখান, আমি তো রাস্তা করে দিয়েছি ৷”

আরও পড়ুন:- LIC চালু করেছে দারুণ লাভজনক পেনশন স্কিম, বিস্তারিত জেনে নিন

আরও পড়ুন:- বাংলাদেশে ছাত্র আন্দোলনের ‘গরিব’ নেতাদের কোটি-কোটির ক্রিপ্টোকারেন্সি বিনিয়োগ, জানুন বিস্তারিত

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন