Bangla News Dunia, Pallab : আসাম সরকারের তাপবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের জন্য ধুবরি জেলার বিলাসিপাড়া এলাকার চারটি গ্রামে চালানো হলো রাজ্যের অন্যতম বৃহৎ উচ্ছেদ অভিযান। অভিযানে প্রায় ১,৭০০ ঘরবাড়ি গুঁড়িয়ে গৃহহীন করা হয়েছে প্রায় ১,৪০০টি মুসলিম পরিবারকে, যাঁরা অধিকাংশই বাঙালি ভাষাভাষী মুসলিম। উচ্ছেদের নোটিশ টাঙানো হয় গ্রামে।
৮ জুলাই সকাল থেকে শুরু হয় অভিযান ১০০-রও বেশি বুলডোজার, ৩,০০০-র বেশি পুলিশ ও আধাসামরিক বাহিনীর উপস্থিতিতে পরপর গুঁড়িয়ে দেওয়া হয় বহু বসতঘর। স্থানীয়দের একাংশের অভিযোগ, কোনও বাস্তবসম্মত পুনর্বাসন ছাড়াই তাঁদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে।
উচ্ছেদের পরে পরিবারগুলিকে বলা হয়েছে ধুবরির বয়জের আলগা নামক নদীর চরাঞ্চলে গিয়ে থাকতে। তবে স্থানীয়দের দাবি, তাদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেয়ার কথা বলেছেন, তাদের অভিযোগ ৫০ হাজার টাকা দিয়ে কীভাবে বাঁচব ?
প্রসঙ্গত, এই প্রকল্পের সঙ্গে আদানি গোষ্ঠীর সংযোগ রয়েছে। ২২ এপ্রিল আদানি গোষ্ঠীর প্রতিনিধি জিত আদানি এলাকা পরিদর্শনে আসেন। পরে ২৪ জুন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিলাসিপাড়ায় সফর করলে, এরপর থেকেই উচ্ছেদ প্রক্রিয়া দ্রুত শুরু হয়।