Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারত ও পাকিস্তানের মধ্যে বেড়ে চলা উত্তেজনা ও দেশজুড়ে নিরাপত্তার কথা মাথায় রেখে প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তির সিদ্ধান্তে বদল ম্যাডক প্রযোজনা সংস্থার ৷ রাজকুমার রাও এবং ভামিকা গাব্বি অভিনীত ‘ভুল চুক মাফ’ মুক্তি পাবে না প্রেক্ষাগৃহে ৷ মুক্তির ঠিক একদিন আগে এই পরিবর্তনের কথা ঘোষণা করা হয়েছে প্রযোজক-নির্মাতাদের তরফে ৷
একদিকে ভারত-পাক উত্তেজনা অন্যদিকে ভারতজুড়ে মক ড্রিলের আয়োজন ৷ সব মিলিয়ে দেশের নিরাপত্তার কথা মাথায় রেখে, ভিড় এড়াতে ‘ভুল চুক মাফ’-এর অফিসিয়াল প্রযোজনা সংস্থা ম্যাডক ফিল্মস মুক্তির একদিন আগে একটি বিবৃতি প্রকাশ করেছে। নির্মাতারা তাদের বিবৃতিতে বলেছেন, “সাম্প্রতিক ঘটনাবলী এবং দেশজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থার পরিপ্রেক্ষিতে, ম্যাডক ফিল্মস এবং অ্যামাজন এমজিএম স্টুডিওস তাদের পারিবারিক বিনোদনমূলক ‘ভুল চুক মাফ’ 16 মে প্রাইম ভিডিয়োতে মুক্তি পাবে ৷ বাড়িতে বসে এই সিনেমা দেখার আনন্দ নিন ৷”
বিবৃতিতে আরও বলা হয়েছে, “যদিও আমরা প্রেক্ষাগৃহে আপনার সঙ্গে এই ছবিটি উদযাপন করার ক্ষেত্রে উত্তেজিত ছিলাম ৷ কিন্তু জাতির অনুভূতি সবার আগে আসে। জয় হিন্দ।” এই তথ্য দিয়ে নির্মাতারা পোস্টের ক্যাপশনে লিখেছেন, “জাতির অনুভূতি সবার আগে। 16 মে, প্রাইম ভিডিয়োতে সরাসরি দেখুন ‘ভুল চুক মাফ’ ৷”
প্রসঙ্গত, পহেলগাঁওয়ের বদলা হিসাবে পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ু সেনার ৷ সেই ঘটনার পর সীমান্তে অনবরতম পাক গুলি বর্ষণে নিহত হয়েছেন অনেক সাধারণ মানুষ ৷ এরপর পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেট উড়িয়ে দিয়েছে ভারত ৷ দুই দেশের মধ্যে উত্তেজনাময় পরিস্থিতিতে ম্যাডক ফিল্মসের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনুরাগী থেকে সিনেপ্রেমীরা ৷