প্রেমে কি বন্ধুত্বটা জরুরি ?

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia , অজয় দাস :- প্রেমে বন্ধুত্বটা কি খুবই জরুরি ? কারণ , ভালো প্রেমিক হতে গেলে ভালো বন্ধু হতে হয়। আর বন্ধুত্ব থেকেই তৈরী হয় প্রেম। প্রেমে বন্ধুত্ব না থাকলে সেই সম্পর্কে সন্দেহ উঁকি মারে। আর নিজেদের মধ্যে বোঝা পড়া কমে যায়। আর এই ভালোবাসার সম্পর্ক ক্রমেই দুই জনের মধ্যে হয়ে ওঠে একটা বোঝা। আর নিজের ভালোবাসার মানুষটি এটি ভালো বন্ধু হলে অনায়াসেই মনের সব কথা শেয়ার করা যায়। আর কেই প্রেমে মনের কথা যত বেশী পরিমানে শেয়ার করা যাবে সেই প্রেম ততইবেশি মজবুত হবে।

avilo home

তাই এক কথায় বলা যেতে পারে প্রেমে বন্ধুত্ব জরুরি না হলেও , যদি বন্ধুত্ব থাকে তা হলে প্ৰেম আরো ভালো ভাবে উপভোগ করা যায়। এমনকি নিজেদের মধ্যে সম্পর্ক আরো গাঢ় হয়। এতে একে অপরকে বিশ্বাস করার প্রবণতা বাড়ে। যার ফলে সম্পর্কে যে অবিশ্বাসের ফলে ফাঁটল ধরে তার থেকে নিস্তার পাওয়া যায়। তাই প্রেমে বন্ধুত্ব থাকলে সোনায় সোহাগ বলা যেতে পারে। তবে না থাকলে যে প্রেম পূর্ণতা পায় না বা পাবে না তা বলা যায় না।

আরো পড়ুন :- প্রাক্তনের সাথে প্রেমে মাথায় রাখুন এই জিনিস গুলি

আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন

বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।

আরো পড়ুন :- চাণক্য নীতি : এই ধরণের মানুষের সাথে প্রেমের সম্পর্ক স্থাপন করতে নেই

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন