Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- ফর্সা হওয়ার দারুণ উপায় ! গায়ের রঙ উজ্জ্বল হলেও কোন সময় উজ্জ্বলতা মলিন হয়ে যায়। তার নানা কারণ হিসেবে রোদ, ধুলো বালি তো রয়েছেই, সেই সাথে যত্নের অভাবেও গায়ের রঙ মলিন হতে পারে। ঠিক ভাবে ত্বকের যত্ন নিলে ১ সপ্তাহেই ফর্সা রঙ পাওয়া সম্ভব। কিন্তু কিছু টোটকা আছে যাতে এই সমস্যা সমাধান হয়।
এক নজরে দেখুন —–
১. বেসন, দুধ ২ চামচ ও লেবুর রসের মিশ্রণ মুখে লাগিয়ে ১৫ মিনিট পর ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে ২ বার করুন আপনার গায়ের রঙ অবশ্যই উজ্জ্বল হবে।
২. ঝক ঝকে ত্বকের জন্য চন্দন গুঁড়ো খুব গুরুত্বপূর্ণ। চন্দন গুঁড়োর সাথে দুধ মিশিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন।
৩. শশার রস ও মধু সম পরিমাণ নিয়ে ১৫ মিনিট মুখে লাগান। এটি শুষ্ক ত্বকের জন্য অনেক উপকারী।
৪. কাঁচা আলুর রস বা আলু পাতলা করে কেটে বা আলুর পাল্প দিনে ২ বার করে ব্যবহার করুন তাহলে ভালো ফল পাবেন।
৫. সপ্তাহে ১ দিন পাকা কলা চটকিয়ে মুখে লাগান তার পর ধুয়ে ফেলুন। মুখে লুকিয়ে থাকা সব ময়লা নিমিষে চলে যাবে।
৬. ঠাণ্ডা চায়ের লিকার, অল্প চালের গুঁড়ো, আধা চামচ মধু মিশিয়ে মুখে লাগান।
আরো পড়ুন :- টাকা সঞ্চয় করতে পারছেন না ? দেখুন কিছু টিপস
৭. কমলার খোসা রোদে শুকিয়ে তারপর মিহি করে গুঁড়ো করে নিন। তারপর ১ চামচ গুঁড়োর সাথে ১ চামচ টক দইয়ের পেস্ট মুখে লাগান।
এই সকল বিষয় মেনে চলুন আর ভালো থাকুন।
Highlights
1. ফর্সা হওয়ার দারুণ উপায় !
2. এই সকল বিষয় মেনে চলুন আর ভালো থাকুন
#Skin #Health