Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মাঠে-জমিতে সবজি-সহ চাষবাসে কীটনাশক ছড়াতে গিয়ে অনেক সময় অসুস্থ হতে হয় চাষিদের । এবার সেই চাষিদের সুবিধার্থে খড়গপুর আইআইটি-র একদল অধ্যাপক আবিষ্কার করলেন যুগান্তকারী স্মার্ট রোবট ।
এই রোবট দেখতে অনেকটা সেনাবাহিনীর সাঁজোয়া গাড়ির মতো । উঁচু-নিচু, জল-কাদা, খানা-খন্দে ভরা জমিতে সহজেই নামতে পারবে এই রোবট । এতে স্বয়ংক্রিয় ক্যামেরা রয়েছে ৷ ফসলের খেতের কাছে নিয়ে গেলে পুরো ম্যাপিং করে এর মধ্যে থাকা বিভিন্ন অ্যাপ্লিকেশন কাজ শুরু করে দেবে ।
সম্প্রতি খড়গপুর আইআইটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক, গবেষকরা এটি আবিষ্কার করেছেন এবং এর ব্যবহারিক প্রয়োগ হাতেকলমে সকলকে দেখিয়ে তাক লাগিয়ে দিয়েছেন । এর নাম দেওয়া হয়েছে, ফার্ম বট ৷ এই স্মার্ট রোবট উদ্ভিদের রোগ বুঝতে পেরে সেই মতো কীটনাশক স্প্রে করে, তা সরিয়ে তুলতে পারবে ।
খড়গপুর আইআইটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক দিলীপ কুমার প্রতিহার জানান, গত কয়েক বছর ধরে তাঁরা এর উপর অনেক গবেষণা করেছেন । এর আগে কীটনাশক ছড়ানো বা গাছের কোনও রোগ নির্ণয়ের জন্য ড্রোনের সাহায্য নেওয়া হতো । তবে এই পদ্ধতিতে সমস্যা ছিল ৷
আইআইটি খড়গপুরের আবিষ্কার করা স্মার্ট রোবট
কী সেই সমস্যা ? তা নিয়ে অধ্যাপক দিলীপ কুমার প্রতিহার জানান, পাতার ক্ষতি হতে পারে, এই কথা ভেবে ড্রোনকে গাছের খুব কাছে আনা যায় না ৷ এর ফলে গাছের উপরের অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে কি না, তা জানা গেলেও ড্রোনের সাহায্যে গাছের গোড়ার সমস্যা জানা যেত না ৷ তাই ড্রোনের সাহায্যে কীটনাশক ছড়ানো বা ফসল পেকে এসেছে কি না, তা জানার মধ্যেই এর ব্যবহার সীমাবদ্ধ রয়েছে ।
তিনি আরও জানান, তাঁরা যে রোবট তৈরি করেছেন, সেটা যেকোনও উদ্ভিদের গোড়ার সমস্যা বুঝতে পারবে । তা নির্ণয় করতে পারবে । এটি একটি সেমি-অটোমেটিক ট্র্যাকড মোবাইল ম্যানিপুলেটর । যা এগ্রিকালচার রোবোটিক সিস্টেম হিসেবে কাজ করতে সক্ষম । দেখতে অনেকটা সেনাবাহিনীর সাঁজোয়া গাড়ির মতো । এবড়ো খবড়ো, জল কাদা, খানা-খন্দে ভরা জমিতে সহজেই নামতে পারবে এই রোবট ।
এই রোবটের ব্যবহারের মাধ্যমে গাছের কোন কোন রোগ নির্ণয় করা যেতে পারে ? এই নিয়ে খড়গপুর আইআইটির অধ্যাপক দিলীপ কুমার প্রতিহার জানান, একেক রকম উদ্ভিদের একেক রকম রোগ হতে পারে । আলুর যেমন ধসা রোগ, তেমনই আমের মুকুলের পোকার আক্রমণ, ধান বা গমের ক্ষেত্রে জমির অম্লতার তারতম্যের জন্য ব্যাকটেরিয়াঘটিত কোনও রোগ হতে পারে । ফার্ম রোবটের কম্পিটারাইজড সিস্টেম সেইসব রোগ নির্ণয় করতে সক্ষম ৷
তিনি আরও জানান, সেই মতো জীবাণুনাশক বা কীটনাশক গাছের গোড়ায় স্প্রে করবে । এর মধ্যে বিভিন্ন ধরনের জীবাণুনাশক ও কীটনাশক মজুত থাকে । এর থেকেই স্প্রে করবে । বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক এই রোবটের জন্য ব্যয়ভার বহন করছে বলে জানিয়েছেন তিনি ।
আরও পড়ুন:- ‘হেরাফেরি’ 3 থেকে সরে দাঁড়ালেন ‘বাবুভাইয়া’ পরেশ রাওয়াল, কিন্তু কেন ? জানতে বিস্তারিত পড়ুন