ফাঁকা বাড়িতে দাদুর লালসার শিকার শিশুকন্যা, সংকটজনক অবস্থায় হাসপাতালে

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:-দাদুর যৌন লালসার শিকার 7 বছরের শিশুকন্যা ! বাড়িতে কারও না-থাকার সুযোগে নাতনিকে ধর্ষণের অভিযোগ উঠল প্রৌঢ়ের বিরুদ্ধে ৷ হাসনাবাদের ঘটনায় পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, ধৃত প্রৌঢ়ের বয়স 55 বছর ৷ তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে হাসনাবাদ থানার পুলিশ ৷ নির্যাতিতা নাবালিকাকে আশঙ্কাজনক অবস্থায় টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷

পুলিশে দায়ের করা অভিযোগ অনুযায়ী, হাসনাবাদ থানা এলাকার বাসিন্দা অভিযুক্ত প্রৌঢ় ৷ তাঁর মেয়ের বিয়ে হয়েছে ওই এলাকাতেই ৷ সোমবার বিকেলে ওই প্রৌঢ়ের সাত বছরের নাতনি খেলছিল বাড়ির পাশের একটি মাঠে ৷ অভিযোগ, সেই সময় নাতনিকে আদর করে নিজের ঘরে ডেকে নিয়ে যান তিনি ৷ ঘটনার সময় নাবালিকার বাবা-মা কেউই বাড়িতে ছিলেন না ৷

আরও পড়ুন:- দেশের সুরক্ষায় কাজ করছে 10টি স্যাটেলাইট, জানালেন ইসরোর চেয়ারম্যান

অভিযোগ, সেই সুযোগে নাতনিকে ওই প্রৌঢ় যৌন নির্যাতন করেন ৷ এমনকি তাঁর কুকর্মের কথা কাউকে জানাতে নিষেধ করেন অভিযুক্ত ৷ এর জন্য নাবালিকাকে তিনি ভয়ও দেখিয়ে ছিলেন বলে অভিযোগ উঠেছে ৷ রাতে নির্যাতিতা নাবালিকার বাবা-মা বাড়িতে ফিরে লক্ষ্য করেন, মেয়ে ভয় পেয়ে আছে ৷

মেয়ের আচরণ দেখে সন্দেহ হয় তাঁদের ৷ প্রথমে ভয়ে দাদুর কী করেছেন, তা বলতে না-পারলেও, পরে সাহস করে সব কথা বাবা-মাকে খুলে বলে সে ৷ সব শুনে স্তম্ভিত হয়ে যান তাঁরা ৷ এরপর দেরি না-করে রাতেই প্রৌঢ়ের বিরুদ্ধে হাসনাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার ৷ অভিযোগ পেয়ে ওই প্রৌঢ়কে গ্রেফতার করে পুলিশ ৷

অন্যদিকে, শারীরিক নির্যাতনের ফলে ওই নাবালিকা অসুস্থ হয়ে পড়ে বাড়িতেই ৷ তাঁকে পরিবারের লোকজন নিয়ে যায় টাকি গ্রামীণ হাসপাতালে ৷ সেখানেই এখন চিকিৎসা চলছে নির্যাতিতা নাবালিকার ৷ হাসপাতাল সূত্রে খবর, তার শারীরিক অবস্থা যথেষ্ট সংকটজনক ৷ অভিযুক্তের কঠোর শাস্তি চেয়ে ইতিমধ্যে সরব হয়েছে নাবালিকার পরিবার ৷

এই বিষয়ে বসিরহাট জেলার পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান বলেন, “নির্যাতিতা নাবালিকার মা ধর্ষণের মামলা দায়ের করেছেন নিজের বাবার বিরুদ্ধে ৷ সেই প্রেক্ষিতে স্থানীয় থানাও ইতিমধ্যে পদক্ষেপ করেছে ৷ হাসপাতালে গিয়ে নাবালিকার গোপন জবানবন্দি নিয়েছে পুলিশ ৷ ধৃতকে হেফাজতে নিয়ে পুরো ঘটনাটি জানার চেষ্টা করা হবে ৷” অন‍্যদিকে, মঙ্গলবার দুপুরে ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁকে সাতদিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন ৷

আরও পড়ুন:- এই গরমে বাড়ির রেফ্রিজারেটর ভাল রাখতে কী করবেন? কী করবেন না? নিয়মগুলি জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন