Bangla News Dunia , পল্লব চক্রবর্তী : উত্তরপ্রদেশের ফের ফিরছে বিজেপি। জনতার ভোটে ঠাই পাবে না মায়াবতী-অখিলেশ। আগামী বছর ২০২২ সালে বিধানসভা নির্বাচন উত্তরপ্রদেশে। ফের সরকারে যোগী আদিত্যনাথেরই ফেরার ইঙ্গিত মিলল সমীক্ষায়।
৪০৩ আসনে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। সমীক্ষায় দেখা যাচ্ছে , আগামী বছরও ফের নির্বাচনে বিজেপি শিবিরের জয়জয়কার। এবিপি-সি ভোটারের সমীক্ষা বলছে ২০২২-এর নির্বাচনে ২৫৯ থেকে ২৬৭টি আসন পেতে পারে বিজেপি। অন্যদিকে, মায়াবতী , অখিলেশ , কংগ্রেসের কোনও ম্যাজিকই খাটবে না। সমীক্ষা বলছে সমাজবাদী পার্টির ঝুলিতে জুটতে পারে ১০৯-১১৭ আসন। মায়াবতীর দল পেতে পারে ১৩ থেকে ১৬ আসন। কংগ্রেস পেতে পারে ৩-৭টি আসনে। অন্যান্যরা পাবে ৬-১০টি আসন।
এবিপি-সি ভোটারের সমীক্ষায় স্পষ্ট বিজেপি জোট পাবে ৪২ শতাংশ, সমাজবাদী জোট ৩০ শতাংশ এবং বহুজন সমাজবাদী পার্টি ১৬ শতাংশ, কংগ্রেস ৫ শতাংশ এবং অন্যান্যদের ঝুলিতে আসতে পারে মাত্র ৭ শতাংশ ভোট।
সমীক্ষা বলছে, দুর্নীতি, বেকারত্ব, করোনা, মূল্যবৃদ্ধি সহ একাধিক বিষয়ের উপর ভিত্তি করেই রাজ্যে নয়া সরকারকে নির্বাচন করবে উত্তরপ্রদেশ জনতা।
সমীক্ষায় মুখ্যমন্ত্রীর কাজ নিয়ে প্রশ্ন করা হলে জানা যায় ৪৪ শতাংশ জনতা মুগ্ধ যোগীরাজে। ১৮ শতাংশের কম জনতা অল্প সন্তুষ্ট । ০.৩৭ শতাংশ ভীষণভাবে ক্ষুব্ধ। ২০১৭ সালে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে ৩২৪ আসনে জিতে সরকারে এসেছিল NDA। বিজেপি একাই দখল করে ৩১১ আসন। জোট শরিক আপনা দল জিতছিল ৯ আসন। ভারতীয় সুহেলদেব সমাজ পার্টি পেয়েছিল ৪টি আসন। ৫৪ আসন পায় এসপি-কংগ্রেস জোট, বিএসপি পায় ১৯ এবং ৬ আসন পায় অন্যরা।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল